Virat Kohli: ‘কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইছি…’, হঠাৎ একথা কেন বললেন এবিডি?

Feb 11, 2024 | 11:10 PM

AB de Villiers apologises Virat Kohli: কয়েকদিন আগে প্রোটিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন বিরুষ্কার পরিবারে আসছে দ্বিতীয় সন্তান। পরে অবশ্য এবিডি তাঁর মন্তব্য বদল করেছেন। জানিয়েছিলেন, তিনি ভুল তথ্য দিয়েছেন। বিরাট কোহলি তাঁর খুব কাছের বন্ধু। এ বার কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইলেন এবি ডি ভিলিয়ার্স।

Virat Kohli: কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইছি..., হঠাৎ একথা কেন বললেন এবিডি?
'কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইছি...', হঠাৎ একথা কেন বললেন এবিডি?
Image Credit source: X

Follow Us

কলকাতা: ক্রিকেট প্রেমীরা কষ্ট পাচ্ছেন বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজে নেই বলে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বোর্ডের পক্ষ থেকে বিরাটের এই সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে। কয়েকদিন আগে প্রোটিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন বিরুষ্কার পরিবারে আসছে দ্বিতীয় সন্তান। পরে অবশ্য এবিডি তাঁর মন্তব্য বদল করেছেন। জানিয়েছিলেন, তিনি ভুল তথ্য দিয়েছেন। বিরাট কোহলি তাঁর খুব কাছের বন্ধু। এ বার কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইলেন এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)।

শুক্রবার, ৯ ফেব্রুয়ারি দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে এবি ডি ভিলিয়ার্স বলেছিলেন, ‘আমি মনে করি পরিবার সব সময় সবার আগে। আর এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আগেও বলেছি। একইসঙ্গে আমি বলতে চাই যে, কিছু ভুল তথ্য শেয়ার করে আমি ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। এটা মোটেও সত্যি নয়। ঠিক কী হচ্ছে কেউ জানে না। এই সময় আমি শুধু বিরাটকে শুভেচ্ছা জানাতে পারি।’

এ বার ইউটিউব লাইভে প্রোটিয়া কিংবদন্তি কোহলি পরিবারের কাছে ক্ষমা চেয়েঠেন। এবিডি বলেছেন, ‘আমার বন্ধু বিরাট কোহলি এখনও ২২ গজে ফেরেনি। আমি সকলের কাছে অনুরোধ করছি ওদের একা থাকতে দিন। সকলের জীবনেই পরিবার সবার আগে। কেউ জানে না সত্যি ঠিক কী হয়েছে। যে কারণে আমি সবাইকে অনুরোধ করছি ওদের সিদ্ধান্তকে সম্মান জানাতে। আমি আমার আগের শো-তে খুব বড় ভুল করে ফেলেছি। তাই কোহলি পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি।’

এবিডি স্বীকার করেছেন তিনি পুরো তথ্য না জেনে সকলকে বিরাটের দ্বিতীয় বার বাবা হতে চলার খবর জানিয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে আমি সম্পূর্ণ না জেনেই সকলকে বিরাটের নিয়ে তথ্য জানিয়েছিলাম। আমি আশাবাদী আবার বিরাটকে হাসিখুশি দেখব এবং আরও রান করতে দেখব। যেমনটা ও বরাবর করে এসেছে।’

Next Article