
কলকাতা: আইপিএলে লিগ পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। প্লে অফের দৌড় থেকে ছিটকে যাচ্ছে অনেক দল। ইতিমধ্যে তিনটি বড় দল ছিটকে গিয়েছে প্লে-অফের দৌড় থেকে। যার মধ্যে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। গত বারের রানার্স তারা। মরসুম শুরুর আগে মনে করা হচ্ছিল, সানরাইজার্স হায়দরাবাদ এ বারও অন্যতম ফেভারিট। তার কারণ, গত বার তারা যে পারফরম্যান্স করেছিল, চক্ষু ছানাবড়া হয়েছিল সকলেরই। আগ্রাসী ক্রিকেটের ধারাবাহিকতা দেখিয়েছিল। কিন্তু এ বার প্লে-অফের দৌড় থেকেই আউট। সোমবার দিল্লির বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ার পরই সরকারিভাবে বিদায়। বাকি ম্যাচ তাদের কাছে স্রেফ নিয়মরক্ষার। এরপরই পাল্টি খেলেন সানরাইজার্সের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি!
ইংল্যান্ডের বাজ়বল যেমন আলোচনায় ছিল, তেমনই সানরাইজার্সের খেলার স্টাইলও। বিধ্বংসী ক্রিকেট। যদিও এই স্টাইল ভারতের বা বলা ভালো এশিয়ার কোনও পিচেই যে ধারাবাহিক ভাবে সম্ভব নয়, বলার অপেক্ষা রাখে না। হায়দরাবাদ এ বারও শুরুটা করেছিল বিধ্বংসী ব্যাটিং দিয়েই। কিন্তু সাফল্য আসেনি। তার কারণ, টপ অর্ডার যেদিনই ব্যর্থ হয়েছে, মিডল অর্ডার হাল ধরতে পারেনি। যদিও তারা বারবার বলে এসেছে, খেলার স্টাইল বদলাবে না।
প্লে-অফের দৌড় থেকে বিদায় নিয়ে হায়দরাবাদের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরির দাবি, তিনি কখনোই বলেননি দলের আক্রমণাত্মক ব্যাটিংকে তিনি সমর্থন করেছেন। ভেত্তোরি বলেছেন, ‘প্রতিটি ম্যাচের পর আমি স্পষ্টভাবে বলিনি যে দলের আক্রমণাত্মক খেলার ধরণকে সমর্থন করছি। বলেছিলাম যে, আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি এবং আমার মনে হয় এই বছর পরিস্থিতি আমাদের প্রত্যাশা মতো ছিল না।’ আরও যোগ করেন, ‘গত বছর আমাদের দল রানার্স হয়েছিল। তবে এই বছর আমরা প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছি।’
এবার হোমগ্রাউন্ডের সুবিধাও পায়নি হায়দরাবাদ, এমন কথাও উঠে আসছে। বেশ কিছু ম্যাচে স্লো পিচ ছিল। ভেত্তোরি আরও বলেন, “গত বছরের দিকে তাকালে দেখা যাবে, এখানে বেশ কিছু হাই-স্কোরিং ম্যাচ হয়েছিল। বিশেষ করে এই বারের পিচ একটু আলাদা ছিল। তাই এইবার একটু কঠিন ছিল আমাদের জন্য।”