IPL 2021: শ্রীনগরের রাস্তায় সবজি বেচতেন উমরানের বাবা

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Oct 07, 2021 | 4:39 PM

উমরানের (Umran Malik) সাফল্যে তাঁর বাবাকে অভিনন্দন জানিয়েছেন সেখানকার রাজ্যপালও। তাঁর বাবা বলেন, 'ওর এই কৃতিত্ব কোনও অংশে কম নয়। আমাদের মতো গরীব পরিবারের কাছে এটা অনেক বড় প্রাপ্তি। আমি শ্রীনগরের রাস্তায় সবজি আর ফল বেচতাম।

IPL 2021: শ্রীনগরের রাস্তায় সবজি বেচতেন উমরানের বাবা
IPL 2021: গতির ঝড় তোলা উমরানের প্রশংসায় বিরাট (ছবি-আইপিএল টুইটার)

Follow Us

শ্রীনগর: উমরান মালিক (Umran Malik)। গতির ঝড়ে আইপিএল মাতাচ্ছেন। জম্মু ও কাশ্মীরের এই ছেলের গতিতে মুগ্ধ বিরাট কোহলিও। ম্যাচের পর যিনি নিজে জানিয়েছেন, এই ছেলের দিকে নজর রাখা উচিত। আরসিবির বিরুদ্ধে ঘণ্টায় ১৫২.৯৫ কিলোমিটার বল করে চমকে দিলেন উমরান। আইপিএল অভিষেকেও ঘণ্টায় ১৫০ কিলোমিটারের উপর বল করেছিলেন।
কিন্তু কে এই উমরান মালিক? টি নটরাজনের (T Natarajan) পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদে (Sunrisers Hyderabad) খেলার ছাড়পত্র পান শ্রীনগরের ছেলে। টেনিস বল ক্রিকেট খেলে উত্থান। শ্রীনগরের বিভিন্ন জায়গায় খেপ খেলে বেড়াতেন উমরান। বাবা সবজি বিক্রেতা। শ্রীনগরের রাস্তাতেই সবজি ও ফল বিক্রি করতেন উমরানের বাবা। সেখান থেকেই স্বপ্নপূরণ জম্মু ও কাশ্মীরের ছেলের।

উমরনের বাবা আব্দুল মালিক (Abdul Malik) এক সাক্ষাত্‍কারে বলেন, ‘মাত্র ৩ বছর বয়স থেকেই আমার ছেলের ক্রিকেটের উপর নেশা। ও সব সময় স্বপ্ন দেখতে ক্রিকেটার হওয়ার। ক্রিকেটই ও ধ্যান জ্ঞান ছিল। ওকে সানরাইজার্স হায়দরাবাদে খেলতে দেখে খুব ভালো লাগছে। টিভিতে যখন ওকে দেখলাম, আনন্দে আমার আর আমার স্ত্রীর চোখে জল চলে এসেছিল। ও অনেক কঠোর পরিশ্রম করেছে এই দিনটার জন্য। আশা করি, একদিন ওকে দেশের জার্সিতে খেলতে দেখব।’
উমরানের সাফল্যে তাঁর বাবাকে অভিনন্দন জানিয়েছেন সেখানকার রাজ্যপালও। আব্দুল বলেন, ‘ওর এই কৃতিত্ব কোনও অংশে কম নয়। আমাদের মতো গরীব পরিবারের কাছে এটা অনেক বড় প্রাপ্তি। আমি শ্রীনগরের রাস্তায় সবজি আর ফল বেচতাম। ছেলের স্বপ্নপূরণের জন্য অনেক পরিশ্রম করতাম। আজ সেই স্বপ্ন সফল হয়েছে। আমাদের আনন্দের শেষ নেই। প্রার্থনা করি, ওর কেরিয়ার যেন আরও সুপ্রসারিত হয়।’

ম্যাচের পর উমরান মালিকের জার্সিতে সই করেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ক্যাপ্টেন কোহলি নিজেও বলেছেন, উমরানের দিকে নজর রাখতে। জম্মু ও কাশ্মীরের এই ডান হাতি পেসার অভিষেক আইপিএলেই হইচই ফেলে দিয়েছেন।

 

আরও পড়ুন: IPL 2021: সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, ঋতুরাজকে পরামর্শ ধোনির

Next Article