AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC: প্রতিবছর আইসিসি ট্রফি, ভারতে ওডিআই বিশ্বকাপ; নতুন সূচি প্রকাশ্যে আনল আইসিসি

ICC FTP 2025-29: গত সাইকেল অর্থাৎ ২০২২-২০২৫ থেকে ম্যাচের সংখ্যা বাড়ছে। সঙ্গে টিমও। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ম্যাচও বাড়ানো হয়েছে। ২০২৯ সালের ওয়ান ডে বিশ্বকাপে বাড়ছে একটি দল। অর্থাৎ ১১ দলের বিশ্বকাপ হবে। আর কী কী রয়েছে?

ICC: প্রতিবছর আইসিসি ট্রফি, ভারতে ওডিআই বিশ্বকাপ; নতুন সূচি প্রকাশ্যে আনল আইসিসি
Image Credit: PTI FILE
| Updated on: Nov 04, 2024 | 4:59 PM
Share

ফিউচার টুর প্রোগ্রাম প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ২০২৫ থেকে ২০২৯ সালের এই ফিউচার টুর প্রোগ্রামে (এফটিপি) রয়েছে প্রতিবছরই আইসিসি টুর্নামেন্ট। যা উইমেন্স ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় গড়ে তুলতে সাহায্য করবে। গত সাইকেল অর্থাৎ ২০২২-২০২৫ থেকে ম্যাচের সংখ্যা বাড়ছে। সঙ্গে টিমও। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ম্যাচও বাড়ানো হয়েছে। ২০২৯ সালের ওয়ান ডে বিশ্বকাপে বাড়ছে একটি দল। অর্থাৎ ১১ দলের বিশ্বকাপ হবে। আর কী কী রয়েছে?

আইসিসির নতুন এফটিপি অনুযায়ী এ বার উইমেন্স ক্রিকেটেও শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৬ দলের টুর্নামেন্ট হবে এটি। ২০২৭ সালে হবে মেয়েদের উদ্বোধনী চ্যাম্পিয়ন্স ট্রফি। এই সাইকেলে আরও যা আইসিসি টুর্নামেন্ট রয়েছে তা হল-২০২৫ সালে ওয়ান ডে বিশ্বকাপ, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আগামী ওয়ান ডে বিশ্বকাপ অর্থাৎ ২০২৫ সালের আয়োজক ভারত। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে আরব আমির শাহিতে। ভারতের মহিলা ক্রিকেট দল প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিল। হরমনপ্রীত কৌরের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে এক বছরের মধ্যেই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ হওয়ায় পরিবর্তনের পথে হাঁটেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে ট্রফি জয়েই নজর থাকবে ভারতের। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে। তবে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ঘোষণা করেনি আইসিসি।