ICC: ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ সালে আয়োজক পাকিস্তান

২০১৭ সালের পর আবার ক্রিকেট ক্যালেন্ডারে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)।

ICC: ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ সালে আয়োজক পাকিস্তান
ICC: ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ সালে আয়োজক পাকিস্তান (ছবি-আইসিসি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 10:50 AM

দুবাই: ২০১৭ সালের পর আবার ক্রিকেট ক্যালেন্ডারে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। ২০২৫ সালে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। যা খেলা হবে পাকিস্তানে (Pakistan)। এই প্রথম একক ভাবে কোনও আইসিসি (ICC) টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর ২০৩১ পর্যন্ত আইসিসির টুর্নামেন্টের সূচি প্রকাশ করল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ পর্যন্ত ইতিমধ্যেই সূচি প্রকাশ করা হয়েছিল। আইসিসির নতুন পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা (USA)। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে। ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। ২০২৮ সালে আবার একটি টি-২০ বিশ্বকাপ। আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০২৯ সালে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজন করবে ভারত। ২০৩০ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০৩১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ভারত ও বাংলাদেশ।

অনেকের প্রশ্ন, কোন ভিত্তিতে এই সূচি ও ভেন্যু ঠিক করল আইসিসি (ICC)? ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, বিডিংয়ের মধ্যে দিয়েই ঠিক করা হয়েছে সূচি। গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মার্টিন সিডেন ও রিকি স্কেরিটি। বিভিন্ন বোর্ডের জমা দেওয়া বিড পর্যালোচনা করে আইসিসির কাছে তাদের মতামত জানিয়েছিল সৌরভদের কমিটি। সেটার ওপর ভিত্তি করেই প্রকাশ করা হয়েছে সূচি। এ বারই প্রথম প্রতিযোগিতা মূলক বিডিংয়ের মধ্যে দিয়ে টুর্নামেন্টের আয়োজক দেশ বাছাই করা হয়েছে। ৮টি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে ১৪টি দেশ। জানানো হয়েছে আগামী বছরের শুরু দিকেই জানিয়ে দেওয়া হবে মহিলাদের বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজক দেশের নাম।

আগেই শোনা যাচ্ছিল ২০২৮ অলিম্পিকের কথা মাথায় রেখে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব যৌথভাবে দেওয়া হতে পারে আমেরিকাকে। কারণ ২০২৮ সালে লস অ্যাঞ্জেলিসে আয়োজন করা হবে অলিম্পিক। আইসিসি টি-২০ ক্রিকেটকে বাজি রেখে ঢুকতে চাইছে অলিম্পিকে। সেই সম্ভাবনা উস্কে দিতেই ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি আমেরিকাকে দেওয়া হয়েছে বিশ্বকাপের দায়িত্ব। আইসিসি জানিয়েছে, মোট ১৭টি দেশ ৮টি টুর্নামেন্ট আয়োজক হতে চেয়ে আইসিসির কাছে প্রস্তাব দিয়েছিল।

আরও পড়ুন: India vs New Zealand 1st T20I Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ