CT 2025, AUS vs ENG: লাহোরে বাজ়বল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোড়া রেকর্ড ইংল্যান্ডের
ICC Champions Trophy 2025: সদ্য ভারতের কাছে ওয়ান ডে সিরিজে ক্লিনসুইপ হয়েছিল ইংল্য়ান্ড। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড দিয়ে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে রানের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। তেমনই ব্যক্তিগত রেকর্ডও।

টেস্ট ক্রিকেটে বাজ়বল অনেক আগেই দেখা গিয়েছে। তবে ভারতের মাটিতে সেটা সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে ব্রেন্ডন ম্যাকালামকে সাদা বলেও দায়িত্ব দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। জস বাটলারের সঙ্গে তাঁর জুটি জমেনি। সদ্য ভারতের কাছে ওয়ান ডে সিরিজে ক্লিনসুইপ হয়েছিল ইংল্য়ান্ড। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড দিয়ে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে রানের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। তেমনই ব্যক্তিগত রেকর্ডও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বড় স্কোরের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের দখলে। ৫০ ওভারে তাদের স্কোর ছিল নিউজিল্যান্ড ৩৪৭ করেছিল। এ দিন লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫১ করল ইংল্যান্ড। টিম হিসেবে যেমন ইংল্যান্ড রেকর্ড গড়ল, তেমনই ব্যক্তিগত স্কোরের নিরিখে নজির বেন ডাকেটের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১৬৫ রানই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক। নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল অপরাজিত ১৪৫ রান করেছিলেন। এতদিন সেটিই ছিল সর্বাধিক।
লাহোরে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ফিল সল্ট বিধ্বংসী শুরু করলেও অ্যালেক্স ক্যারির চোখ ধাঁধানো ক্যাচে ফেরেন। জেমি স্মিথও নজর কাড়তে পারেননি। বাঁ হাতি ওপেনার বেন ডাকেটের সঙ্গে ১৫৮ রানের জুটি গড়েন জো রুট। তাঁকে ৬৮ রানে ফেরান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। বেন ডাকেটের ১৪৩ বলে ১৬৫ রানের বিধ্বংসী ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫১ রান করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে এটা যে কঠিন চ্যালেঞ্জ, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে তাদের ব্যাটিং আক্রমণেও গভীরতা রয়েছে।
