Shubman Gill: ওয়ান ডে বিশ্বকাপের মতোই খেলতে চায় টিম? খোলসা করলেন শুভমন গিল
India vs Pakistan in Champions Trophy 2025: রোহিত বারবার বলে এসেছেন, অ্যাপ্রোচ বদলাবেন না। ভারতীয় দলও সেই স্টাইলেই খেলে। পাকিস্তানের বিরুদ্ধেও কি একই প্ল্যান থাকবে? সবটা খোলসা করলেন ভাইস ক্যাপ্টেন শুভমন গিল।

ঘরের মাঠে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে এমনটা দেখা গিয়েছিল। শুধু তাই নয়, ব্যক্তিগত ভাবে বললে ২০১৯ বিশ্বকাপের পর থেকেই রোহিত শর্মা অতি আগ্রাসী ব্যাটিং করেছেন। ৫০ ওভারের ফরম্যাটেও শুরুতে যত দ্রুত সম্ভব রান তোলা। রোহিত যদি সেই গেম প্ল্যান থেকে সরতেন, হয়তো তাঁর সেঞ্চুরির সংখ্যা বাড়তো। তা অবশ্য করেননি। রোহিত বারবার বলে এসেছেন, অ্যাপ্রোচ বদলাবেন না। ভারতীয় দলও সেই স্টাইলেই খেলে। পাকিস্তানের বিরুদ্ধেও কি একই প্ল্যান থাকবে? সবটা খোলসা করলেন ভাইস ক্যাপ্টেন শুভমন গিল।
ভারত-পাকিস্তান মেগা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে শুভমন গিল। রোহিতের কথার রেশ ধরেই জিজ্ঞেস করা হয়, অতি আগ্রাসী স্টাইলই ধরে রাখবে কি না টিম। শুভমন বলেন, ‘প্রতিটা পিচের ক্ষেত্রেই একটা বিষয় সবচেয়ে জরুরি হল-আগে ‘পরিস্থিতি বোঝা এবং দ্রুত তার সঙ্গে মানিয়ে নেওয়া। গত ম্যাচে আমাদের কাজটা আরও সহজ হয়েছিল প্রথমে ফিল্ডিং করায়। আগে থেকেই পিচ নিয়ে অনুমান করতে পেরেছিলাম। ফলে ব্যাটিংয়ের ক্ষেত্রে সুবিধা হয়েছে।’
ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন আরও যোগ করেন, ‘নিঃসন্দেহে আমরা আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই। তবে কিছুক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে, কোন পিচে, কত স্কোর হতে পারে। এখানকার পিচে যেমন ২৮০-৩০০ ভালো স্কোর। পিচে যদি কিছু পরিবর্তন দেখি, আমরা অবশ্যই ৩৫০-৩৬০ রানের টার্গেট নিয়ে এগবো। আমরা নির্দিষ্ট কোনও টার্গেট সেট করে রাখিনি। মাঠে নেমে দেখি পিচ কেমন, গড় স্কোর কত। সেই অনুযায়ী ১৫-২০ রান বেশি করার দিকে নজর দিই।’
