Mohammed Shami: মাঠ ছাড়লেন সামি! ভারতীয় শিবিরে হঠাৎই আশঙ্কা

India vs Pakistan in Champions Trophy 2025: জিতলে ভারতের সেমিফাইনাল কার্যত নিশ্চিত। তেমনই পাকিস্তানও কার্যত ছিটকে যাবে। কিন্তু ম্যাচের শুরু থেকেই ভারতীয় শিবিরে অস্বস্তি তৈরি হল। পাঁচ ওভারের পর অস্বস্তি বাড়ল মহম্মদ সামি মাঠ ছাড়তেই।

Mohammed Shami: মাঠ ছাড়লেন সামি! ভারতীয় শিবিরে হঠাৎই আশঙ্কা
Image Credit source: PTI

Feb 23, 2025 | 3:17 PM

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত শুরু হয়েছিল ভারতের। বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। মহম্মদ সামি পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে আজ প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনাল কার্যত নিশ্চিত। তেমনই পাকিস্তানও কার্যত ছিটকে যাবে। কিন্তু ম্যাচের শুরু থেকেই ভারতীয় শিবিরে অস্বস্তি তৈরি হল। পাঁচ ওভারের পর অস্বস্তি বাড়ল মহম্মদ সামি মাঠ ছাড়তেই।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম স্পেলে ৪ ওভার বোলিং করেছিলেন মহম্মদ সামি। পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি। নতুন বলে সুইং সামলাতে সমস্যা হচ্ছিল সামির। পাঁচটি ওয়াইডও হয়। দ্বিতীয় ওভারে দুর্দান্ত কামব্যাক করেন। প্রথম স্পেলে তিন ওভারে ১৩ রান দেন মহম্মদ সামি। এর মাঝেই মাঠে ফিজিও এসেছিলেন। কিন্তু অস্বস্তি তাতেও কমেনি।

পাকিস্তান ইনিংসের পাঁচ ওভার শেষ হতেই দেখা যায় ওয়াশিংটন সুন্দর ফিল্ডিংয়ে। এরপরই দেখা যায়, মহম্মদ সামি সিঁড়ি দিয়ে ড্রেসিংরুমের দিকে যাচ্ছেন। এতে আতঙ্ক বাড়ে। গত ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে প্রায় ১৪ মাস ক্রিকেটের বাইরে ছিলেন। অস্ত্রোপচারও করাতে হয়। এরপর রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন। আবারও চোটের অস্বস্তি। অবশেষে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন।

জসপ্রীত বুমরা চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। ফলে ভারতীয় বোলিংয়ের নেতৃত্বে মহম্মদ সামি। তিনি মাঠ ছাড়ায় চিন্তা বাড়ল। ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রার্থনা, দ্রুতই ফিজিওর ট্রিটমেন্ট নিয়ে মাঠে ফিরবেন সামি।