
ঘরের মাঠে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে শুরুর দিকে সুযোগ পাচ্ছিলেন না মহম্মদ সামি। টিম কম্বিনেশনের জন্যই তাঁকে বাইরে থাকতে হচ্ছিল। হার্দিক পান্ডিয়া চোটে ছিটকে ছিটকে যাওয়ায় প্ল্যান বদলাতে হয়েছিল। একাদশে ঢোকার পর থেকেই চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছিলেন। আইসিসি টুর্নামেন্টে মহম্মদ সামির পারফরম্যান্স বরাবরই চোখ ধাঁধানো। বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটাও হয়েছে ধামাকায়। বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছে ভারত। সামি নিয়েছিলেন ৫ উইকেট। ৫০ ওভারের ফরম্যাটে আইসিসি টুর্নামেন্টে ৬০ উইকেট নিয়েছেন সামি। ছাপিয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন পেসার জাহির খানকে। সেই সামিই বড় তথ্য ফাঁস করলেন।
গত ওয়ান ডে বিশ্বকাপের পরই চোটের কারণে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল। অস্ত্রোপচারও করাতে হয়। প্রায় দেড় বছর পর সামি সেই পুরনো ছন্দে। ফিটনেস ঠিক রাখতে মাত্র একবেলা খেয়েছেন, এমনটাই জানান। এটা শুধু বর্তমান পরিস্থিতি নয়। দীর্ঘ কয়েক বছর ধরেই মেনে চলেছেন এই রুটিন! ভারত-পাকিস্তান মহারণের আগে স্টারস্পোর্টসে নিজেই খোলসা করেন ভারতের তারকা পেসার মহম্মদ সামি।
চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ। আইসিসির দুই ৫০ ওভারের ফরম্যাটেই ফাইফার নেওয়া ভারতের প্রথম পেসার হয়েছেন। সামি বলেন, ‘আমি ২০১৫-র পর থেকেই দিনে মাত্র একবেলা খাই। কোনও ব্রেকফাস্ট নয়, লাঞ্চ নয়। সরাসরি ডিনার। এটা মানিয়ে নেওয়া খুবই কঠিন। তবে একবার অভ্যেস হয়ে গেলে সহজ।’ রিহ্যাব পর্বেও এই রুটিন আরও কঠিন। তবে এটার জন্য ৯কেজি ওজন কমিয়েছেন, ফিটনেস ঠিক রাখতে পেরেছেন, এমনও জানান সামি।