ICC T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের নতুন লোগো আনল আইসিসি, যে তিন জিনিস না দেখলেই নয়…
ICC T20 World Cup Logo: আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য নতুন লোগো প্রকাশ করা হয়েছে। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলাদা আলাদা লোগো নিয়ে হাজির হয়েছে আইসিসি (ICC)। চব্বিশের কুড়ি-বিশের বিশ্বকাপের নতুন লোগোতে রয়েছে বিশেষ চমক।

দুবাই: কয়েকদিন আগেই ওডিআই বিশ্বকাপ শেষ হয়েছে। ভারতের মাটিতে রোহিত শর্মা-বিরাট কোহলিদের হারিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এরই মাঝে আগামী বছরে হতে চলা টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালের জুন মাসে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এ বারের টি-২০ বিশ্বকাপ বিরাট হতে চলেছে। কারণে ২০টি দল খেলবে। এর আগে কখনও টি-২০ বিশ্বকাপে এত দল একসঙ্গে খেলেনি। ফলে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে বিরাট চমক দেখা যাবে। এ বার আইসিসি তাই আগামী বিশ্বকাপের লোগোতেও বিরাট চমক রেখেছে আইসিসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের জন্য যে লোগো প্রকাশ করেছে আইসিসি, তার জন্য একটি ১ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করেছে আইসিসি। প্রতিটি বিশ্বকাপের লোগোতে আয়োজক দেশ যা থাকে তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। ২০২৪ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যে কারণে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪ এর লোগোতে মার্কিনি ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা হয়েছে। আর মহিলাদের টি-২০ বিশ্বকাপ হবে বাংলাদেশে। দুই লোগোতেই তার উল্লেখ রয়েছে।
Created from the three things that define T20I cricket – Bat, Ball, and Energy! 🤩
A striking new look for the ICC T20 World Cup 🏆 💥 ⚡️#T20WorldCup pic.twitter.com/kflsHr81eN
— ICC (@ICC) December 7, 2023
আইসিসি নতুন লোগো প্রকাশের যে ভিডিয়ো শেয়ার করেছে তার ক্যাপশন লিখেছে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটকে ব্যাখ্যা করে যে তিনটি জিনিস– ব্যাট, বল ও এনার্জি তাদের সমাহারেই তৈরি করা হয়েছে আইসিসির লোগো। আইসিসি টি-২০ বিশ্বকাপের একটা নয়া লুক।’ টি-২০ বিশ্বকাপের নতুন লোগো ব্যাট, বল ও শক্তির মিশ্রণে সত্যিই নজরকাড়া হয়েছে।





