Varun Chakravarty: নার্ভাস বরুণ চক্রবর্তীই ম্যাচের সেরা, কী বললেন ভারতের মিস্ট্রি স্পিনার?

ICC Men's Champions Trophy 2025: সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই হর্ষিত রানার পরিবর্তে আনা হয় বরুণ চক্রবর্তীকে। চার স্পিনারে একাদশ সাজান রোহিত শর্মা। সামির সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে হার্দিক পান্ডিয়া। এই সিদ্ধান্ত দুর্দান্ত হয়ে দাঁড়াল।

Varun Chakravarty: নার্ভাস বরুণ চক্রবর্তীই ম্যাচের সেরা, কী বললেন ভারতের মিস্ট্রি স্পিনার?
Image Credit source: PTI

Mar 02, 2025 | 11:55 PM

চ্যাম্পিয়ন্স ট্রফির প্ল্যানেই ছিলেন না। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন। তার আগেও টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ খেলছিলেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে তাঁর পারফরম্যান্স দেখে হঠাৎই ওয়ান ডে স্কোয়াডেও যোগ করা হয়। তিন ম্যাচের ওডিআই সিরিজে মাত্র একটিতে খেলেছিলেন। জসপ্রীত বুমরার চোট নিয়ে তখনও ধোঁয়াশা না কাটায় এমন সিদ্ধান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও চমক দেওয়া হয়। প্রাথমিক স্কোয়াডে থাকা যশস্বী জয়সওয়াল বাদ পড়েন। পরিবর্তে নেওয়া হয় বরুণ চক্রবর্তীকে। আর বুমরার পরিবর্তে হর্ষিত রানাকে আগেই প্রস্তুত রাখা হয়েছিল। ফাইনাল স্কোয়াডে এই দুটিই পরিবর্তন হয়।

সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই হর্ষিত রানার পরিবর্তে আনা হয় বরুণ চক্রবর্তীকে। চার স্পিনারে একাদশ সাজান রোহিত শর্মা। সামির সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে হার্দিক পান্ডিয়া। এই সিদ্ধান্ত দুর্দান্ত হয়ে দাঁড়াল। সুযোগ পেয়েই পাঁচ উইকেট। জিতে নিলেন ম্য়াচের সেরার পুরস্কারও। বরুণ বলেন, ‘প্রচণ্ড নার্ভাস ছিলাম। তেমনই ভালোও লাগছিল সুযোগ পাওয়ায়।’

ম্যাচের আগের রাতেই বরুণকে জানিয়ে দেওয়া হয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলছেন। তাতে অবশ্য স্নায়ুর চাপ কমেনি। রবীন্দ্র জাডেজা, মহম্মদ সামির পর ভারতের তৃতীয় বোলার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ উইকেট। ম্যাচের সেরা বরুণ বলছেন, ‘শুরুর দিকে নার্ভাস লাগছিল। দেশের জার্সিতে ওডিআইতে সেই অর্থে খেলিইনি। তবে ম্যাচ যত এগিয়েছে, ধাতস্ত হচ্ছিলাম। বিরাট, রোহিত, শ্রেয়স, হার্দিকরা আমার সঙ্গে লাগাতার কথা বলছিল। মাথা ঠান্ডা রেখে বোলিংয়ে ফোকাস করার কথা বলছিল।’

নিজে পাঁচ উইকেট নিলেও জয়ের কৃতিত্ব নিতে নারাজ। পুরোটাই যে টিম এফোর্ট সেটা বুঝিয়ে দিলেন। পাশাপাশি আরও বলেন, ‘অক্ষর, কুলদীপ, জাডেজা প্রতিপক্ষর উপর চাপ তৈরি করছিল। পেসাররাও ভালো বোলিং করেছে। সবটাই দলগত জয়।’