IND vs NZ: কিউয়িদের অবিশ্বাস্য ফিল্ডিং, ২৫০ রানের টার্গেট দিল ভারত
ICC Men's Champions Trophy 2025: সেই টিম থেকে যাবে। নিউজিল্যান্ড ও অন্য টিম যাবে লাহোরে। ম্যাচ জিততে ভারতের পুঁজি ২৪৯ রান। শেষ দিকে বিধ্বংসী ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তাঁর সিদ্ধান্ত প্রশ্ন তোলার মতোও।

সেমিফাইনালে কে কার বিরুদ্ধে খেলবে তা এখনও ঠিক হয়নি। এই ম্যাচের ফলের উপরই নির্ভর করছে। গ্রুপ এ-তে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলছে। ভারত জিতলে সেমিতে খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর হারলে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দু-দলই পৌঁছে গিয়েছে দুবাইতে। ভারতের বিরুদ্ধে যার খেলা পড়বে, সেই টিম থেকে যাবে। নিউজিল্যান্ড ও অন্য টিম যাবে লাহোরে। ম্যাচ জিততে ভারতের পুঁজি ২৪৯ রান। শেষ দিকে বিধ্বংসী ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তাঁর সিদ্ধান্ত প্রশ্ন তোলার মতোও। অনবদ্য ক্যাচ এবং দুর্দান্ত ফিল্ডিংয়ে বাড়তি চাপে ফেলল কিউয়িরা।
ভারতের টপ অর্ডার এ দিন রান পায়নি। দুবাইয়ের মন্থর পিচে ২৬০ রান করতে পারলে মানসিক ভাবে এগিয়ে থাকা যায়। ভারত হয়তো সেই স্কোর অবধি পৌঁছতেই পারত। শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল মিডল অর্ডার সামলান। লোকেশ রাহুল সুযোগ পেয়েছিলেন বড় ইনিংস খেলার। যদিও শেষ অবধি তা হয়নি। শ্রেয়সের ৭৯ রানের সৌজন্যে দুর্দান্ত পরিস্থিতিতে ছিল ভারত। শেষ দিকে হার্দিকের ক্যামিও। ৪৫ রান করেন হার্দিক।
প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে মাত্র ২২৯ রান ছিল ভারতের। সিঙ্গল নেওয়ার সুযোগ থাকলেও বেশ কয়েকটি রান নেননি হার্দিক। স্ট্রাইকে থাকতে চেয়েছিলেন। উল্টোদিকে মহম্মদ সামি ছিলেন। রানগুলো নিয়ে সামির উপর ভরসা দেখানোই যেত। নয়তো ভারতের স্কোরটা আরও বাড়তেই পারত। শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ ভারতের। তবে এই রানের পুঁজিও খারাপ নয়। ভারতের একাদশেও চার স্পিনার রয়েছে।





