IND vs NZ Match Report: ‘অভিষেক’ ম্যাচেই ফাইফার, স্পিন জালে জয় ভারতের; সেমিতে সামনে অস্ট্রেলিয়া
India vs New Zealand in Champions Trophy 2025: কেরিয়ারের দ্বিতীয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচেই ফাইফার। তাও আবার এমন একটা টিমের বিরুদ্ধে, যারা স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত খেলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুঁজি ছিল মাত্র ২৪৯ রান। বরুণের ফাইফারে ৪৪ রানের বিশাল জয়।

গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেই সেমিফাইনালে ভারত। শেষ চার আগেই নিশ্চিত হয়েছিল। গ্রুপ এ-তে শীর্ষস্থানে কে থাকবে তারই ফয়সালা হওয়া বাকি ছিল। রবিবার দুবাইতে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। ভারতের স্কোয়াডে লাস্ট মিনিট এন্ট্রি নেওয়া বরুণ চক্রবর্তীর কামাল। কেরিয়ারের দ্বিতীয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচেই ফাইফার। তাও আবার এমন একটা টিমের বিরুদ্ধে, যারা স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত খেলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুঁজি ছিল মাত্র ২৪৯ রান। বরুণের ফাইফারে ৪৪ রানের বিশাল জয়। মঙ্গলবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ড প্রথম দু-ম্যাচ খেলেছে পাকিস্তানে। সেখানে ব্যাটিং সহায়ক পিচ। তার উপর প্রতিপক্ষ ছিল পাকিস্তান ও বাংলাদেশ। সহজেই জিতেছিল তারা। সেই অর্থে কোনও চ্যালেঞ্জের সামনে পড়তে হয়নি। দুবাইয়ের পরিস্থিতি আলাদা। তবে প্রতিপক্ষর নিরিখে ভারতও প্রথম দু-ম্যাচে পাকিস্তান, বাংলাদেশের বিরুদ্ধে সমস্যায় পড়েনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের লড়াইটা কঠিন ছিল। জয়টা এল সহজেই।
কিউয়ি ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত। কয়েক মাস আগেই ভারতের মাটিতে টেস্ট সিরিজে ক্লিনসুইপ করেছে তারা। স্পিনটা দুর্দান্ত সামলেছিলেন। তেমনই তাদের স্পিনাররাও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। দুবাইয়ের মন্থর পিচে ২৫০ রান তাড়ায় ভালো জায়গাতেই ছিল নিউজিল্যান্ড। তবে ভারতের স্পিনাররা চাপ তৈরি করতে থাকেন। আর বরুণ চক্রবর্তী সেই চাপকে কাজে লাগালেন। কুলদীপ, অক্ষর, জাডেজাও দুর্দান্ত বোলিং করেছেন। ভারতীয় শিবিরে এখন একটাই প্রশ্ন, পাঁচ উইকেট নেওয়া বরুণকে সেমিফাইনালে একাদশের বাইরে রাখা কি আর সম্ভব?





