SA vs NZ Semi-Final Preview: রানের বন্যার ম্যাচ! রবিবার ভারতের সামনে কে, ঠিক হবে আজ

ICC Men's Champions Trophy 2025: এমন দুটি দল, যারা কোনও দিন বিশ্বকাপ জেতেনি। তবে আইসিসি টুর্নামেন্টে বরাবরই খুব কাছ থেকে ফিরেছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে একদিকে যেমন হাইস্কোরিং ম্যাচের প্রত্যাশা তেমনই আশঙ্কা বৃষ্টিরও।

SA vs NZ Semi-Final Preview: রানের বন্যার ম্যাচ! রবিবার ভারতের সামনে কে, ঠিক হবে আজ
Image Credit source: X

Mar 05, 2025 | 12:05 AM

চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রথম ফাইনালিস্ট পাওয়া গিয়েছে। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ফাইনালে ভারতের সামনে কে, তা ঠিক হবে আজ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এমন দুটি দল, যারা কোনও দিন বিশ্বকাপ জেতেনি। তবে আইসিসি টুর্নামেন্টে বরাবরই খুব কাছ থেকে ফিরেছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে একদিকে যেমন হাইস্কোরিং ম্যাচের প্রত্যাশা তেমনই আশঙ্কা বৃষ্টিরও।

ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে দু-দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। কিন্তু সেখানেই দৌড় শেষ হয় তাদের। বিশ্বকাপ সেমিতে নিউজিল্যান্ড হেরেছিল ভারতের কাছে। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সব এখন অতীত। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে গত দু-তিন বছর দুর্দান্ত পারফর্ম করছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেরও ফাইনালে উঠেছিল প্রোটিয়ারা। শেষ অবধি তাদের হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।

গ্রুপ বি-র সেরা হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে, গ্রুপ এ-র দ্বিতীয় হিসেবে। নিউজিল্যান্ড গ্রুপের শেষ ম্যাচে হারলেও ভালো খেলেছিল। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকা খেলেছে পাকিস্তানের হাইস্কোরিং ভেনুতেই। দ্বিতীয় সেমিফাইনলে ভালো বোলিং কোন দল করে, তার উপরই ম্যাচের ফল নির্ভর করবে। কারণ, লাহোরে ব্যাটিং সহায়ক পিচই। আর এদিক থেকে নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখা যায়। প্রথম দু-ম্যাচ তারা ব্যাটিং সহায়ক পিচে খেললেও দুর্দান্ত বোলিংও করেছে।

দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, দুপুর ২.৩০, স্পোর্টস ১৮, স্টার স্পোর্টস, জিওহটস্টারে