USA vs PAK: মহারণের আগে ইন্দ্রপতন! সুপার ওভারে সুপার্ব সৌরভ, লিলিপুট USA-র কাছে হার পাকিস্তানের

Jun 07, 2024 | 1:26 AM

India vs Pakistan, ICC MEN’S T20 WC 2024: পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন আমেরিকার ক্যাপ্টেন মনাঙ্ক প্যটেল। মাত্র ২৬ রানের মধ্যেই তিন উইকেট নিয়ে পাকিস্তানকে প্রবল চাপে ফেলে আমেরিকা। ক্যাপ্টেন বাবর আজম (৪৪), শাদাব খান (২৫ বলে ৪০) এবং লোয়ার অর্ডারে শাহিন আফ্রিদির ১৬ বলে ২৩ রানের ক্যামিও। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান।

USA vs PAK: মহারণের আগে ইন্দ্রপতন! সুপার ওভারে সুপার্ব সৌরভ, লিলিপুট USA-র কাছে হার পাকিস্তানের
Image Credit source: ICC

Follow Us

ঘরের মাঠে বিশ্বকাপ। টিম হিসেবে প্রতিপক্ষকে চমকে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে তারা। বাংলাদেশের তুলনায় পাকিস্তান অনেক বেশি শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে জিততে পারলে আত্মবিশ্বাসের তুঙ্গে পৌঁছনোর সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের। শুরু থেকে শেষ অবধি সেই মরিয়া চেষ্টাই করে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের কাছে হারানোর কিছু নেই। ক্রিকেটে আমেরিকা লিলিপুট। কানাডার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে বিশাল রান তাড়ায় জিতেছিল। তবে আসল লড়াই পাকিস্তান, ভারতের মতো প্রতিপক্ষর বিরুদ্ধে পারফরম্যান্স।

পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন আমেরিকার ক্যাপ্টেন মনাঙ্ক প্যাটেল। মাত্র ২৬ রানের মধ্যেই তিন উইকেট নিয়ে পাকিস্তানকে প্রবল চাপে ফেলে আমেরিকা। ক্যাপ্টেন বাবর আজম (৪৪), শাদাব খান (২৫ বলে ৪০) এবং লোয়ার অর্ডারে শাহিন আফ্রিদির ১৬ বলে ২৩ রানের ক্যামিও। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান।

রান তাড়ায় শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং আমেরিকার। ক্যাপ্টেন মনাঙ্ক প্যাটেল হাফসেঞ্চুরি করেন। মিডল অর্ডারও দুর্দান্ত। একটা সময় ৪৫ বলে ৫৬ রান প্রয়োজন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রর। তখনও অবধি ম্যাচের রাশ তাদের হাতেই। স্লগ ওভারে অভিজ্ঞ বাঁ হাতি পেসার মহম্মদ আমির ফের ম্যাচে ফেরান পাকিস্তানকে। ইনিংসের ১৯তম ওভারে মাত্র ৬ রান দেন অভিজ্ঞ মহম্মদ আমির। শেষ ওভারে আমেরিকার টার্গেট দাঁড়ায় ১৫ রান। ১৪ করলেও সুপার ওভার। শেষ বলে সেই টার্গেটই ৫! জিততে হলে ছয় মারতে হবে, বাউন্ডারি মারলে সুপার ওভার। স্ট্রেট বাউন্ডারিতে অনবদ্য চার মারেন নীতীশ কুমার। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

দীর্ঘ ১২ বছর পর এ বারের বিশ্বকাপের তৃতীয় ম্যাচটিই সুপার ওভারে গড়িয়েছিল। ওমানকে সুপার ওভারে হারিয়েছিল নামিবিয়া। টুর্নামেন্টে দ্বিতীয় সুপার ওভার আমেরিকা বনাম পাকিস্তান ম্যাচ। নিয়ম অনুযায়ী আয়োজক দেশ আমেরিকা সুপার ওভারে প্রথমে ব্যাট করার সুযোগ পায়। অ্যারন জোন্সের সঙ্গে ক্রিজে যোগ দেন হরমীত সিং। বোলিংয়ে অভিজ্ঞ মহম্মদ আমির। তিনটে ওয়াইড বল দিয়ে পাকিস্তানের চাপ বাড়ান আমির। শেষ অবধি সুপার ওভারে ১৮ রান করে আমেরিকা।

পাকিস্তানের হয়ে সুপার ওভারে ব্যাটিংয়ে ইফতিকার আহমেদ ও ফখর জামান। ডান-বাঁ হাতি কম্বিনেশন। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে বোলিংয়ে বাঁ হাতি পেসার সৌরভ নেত্রভালকর। ডট বলে শুরু করলেও দ্বিতীয় বলেই বাউন্ডারি ইফতিকারের। তৃতীয় লিগাল ডেলিভারিতে ফরোয়ার্ড ডাইভে চোখ ধাঁধানো ক্য়াচে ইফতিকারের উইকেট। বাকি তিন বলে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ১৪ রান।

শাদাব খান ক্রিজে। আর একটা উইকেটে খেল খতম। ডট বলেও জয় কার্যত নিশ্চিত হয়ে যাবে আমেরিকার। ওয়াইড দিয়ে অস্বস্তিতে সৌরভ। চতুর্থ বলে বাউন্ডারি। ২ বলে ৯ রানের টার্গেট দাঁড়ায়। পঞ্চম বলে ২ রান। ফলে শেষ বলে ছয় মারলে আরও একটা সুপার ওভার। যদি না আমেরিকা ওয়াইড-নো বল করে। মাত্র ১৩ রানেই শেষ পাকিস্তান। অভাবননীয় জয়ে বিশ্বকাপে ইন্দ্রতন ঘটাল আমেরিকা। ভারতের বিরুদ্ধে মহারণের আগে পাকিস্তানের হার।

Next Article