Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup 2023: তেইশের বিশ্বকাপে যত বিতর্কিত ঘটনার ঘনঘটা!

ভারতে চলছে ১০ দলের ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। ১০ শহরে চলছে ১০ দলের কাপযুদ্ধ। প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে বিভিন্ন বিতর্ক। একঝাঁক রেকর্ড ভাঙা-গড়ার কাজ করছেন দশ দলের ক্রিকেটাররা। একাধিক ম্যাচে বিভিন্ন ক্রিকেটারদের কখনও আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি। সবমিলিয়ে এগিয়ে চলেছে এ বারের বিশ্বকাপ।

ICC World Cup 2023: তেইশের বিশ্বকাপে যত বিতর্কিত ঘটনার ঘনঘটা!
ICC World Cup 2023: তেইশের বিশ্বকাপে যত বিতর্কিত ঘটনার ঘনঘটা!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 12:01 PM

নয়াদিল্লি: যে কোনও বড় টুর্নামেন্ট বিতর্ক ছাড়া হয়েছে বলে খুব একটা নজির নেই। ভারতে চলছে ১০ দলের ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। ১০ শহরে চলছে ১০ দলের কাপযুদ্ধ। প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে বিভিন্ন বিতর্ক। একঝাঁক রেকর্ড ভাঙা-গড়ার কাজ করছেন দশ দলের ক্রিকেটাররা। একাধিক ম্যাচে বিভিন্ন ক্রিকেটারদের কখনও আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি। সবমিলিয়ে এগিয়ে চলেছে এ বারের বিশ্বকাপ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন চলতি বিশ্বকাপের কিছু বিতর্কিত ঘটনা।

হারিস রউফ বনাম পল ভ্যান মিকেরেন — পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে চলতি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ মনে করিয়ে দেয় ২০১৫-র বিশ্বকাপের এক ম্যাচ। যেখানে পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের মধ্যে উষ্ণ বাক্য বিনিময় হয়েছিল। ঠিক একই রকম ঘটনা দেখা যায় হ্যারিস রউফ ও পল ভ্যান মিকেরেনের মধ্যে। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস যখন ৯ উইকেট হারিয়ে ১৮৪ রানে ছিল, সেই সময় তাদের শেষ ব্যাটার পল ভ্যান মিকেরেন ব্যাটিংয়ে আসেন। ৩৯তম ওভারে, পাকিস্তানি পেসার হ্যারিস রউফ এবং পল ভ্যান মিকারেনের মধ্যে উষ্ণ বাক্য বিনিময় হয়। এরপর হ্যারিস রউফ বেশ কয়েকটি বাউন্সার দেন পলকে। ৪১তম ওভারে পলের উইকেটও তুলে নেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অজি তারকা মার্কাস স্টইনিসের আউট — চলতি বিশ্বকাপে দুই হেভিওয়েট দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যখন মুখোমুখি হয়েছিল, তাতে এক বিতর্কিত ঘটনা ঘটেছিল। দক্ষিণ আফ্রিকা একটি ডিআরএসের সাহায্যে অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে ফেরায়। তা নিয়ে বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছিল। ওই ম্যাচে রান তাড়া করার ১৭ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার পাঁচটি উইকেট পড়ে যায়। মার্কাস স্টইনিস এরপর ব্যাটিংয়ে নামলে ১৮তম ওভারের দ্বিতীয় বলে কাগিসো রাবাডার একটি ব্যাক-অফ-লেংথ ডেলিভারির মুখোমুখি হন। তা উইকেটকিপার কুইন্টন ডি’ককের হাতে থামে। যা নিয়ে বিরাট আলোচনা হয়।

বাংলাদেশের বিরুদ্ধে বিরাটের সেঞ্চুরি নিয়ে বিতর্ক — চলতি বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে একটি বিতর্কিত মুহূর্ত তৈরি হয়েছিল। একটা সময় মনে হয়েছিল বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ ভারতীয় তারকা বিরাট কোহলিকে তাঁর ওডিআই কেরিয়ারের ৪৮তম সেঞ্চুরিতে পৌঁছে দিতে চান না। বাধা দেওয়ার চেষ্টা করছেন। ভারতের ইনিংসের ৪২তম ওভারে একটি ওয়াইড বল করার চেষ্টা করেন নাসুম। জয়ের জন্য মাত্র দুই রান দরকার ছিল ভারতের। আর বিরাট কোহলি ৯৭ রানে ব্যাট করছিলেন। তাঁর শতরানের জন্য প্রয়োজন ছিল ৩ রান। ৪২তম ওভারে নাসুম আহমেদের প্রথম বলটি, যদিও লেগ সাইডে ব্যাটারের কিছুটা পাশ দিয়ে চলে যায়। কিন্তু মজার ব্যাপার হল আম্পায়ার রিচার্ড কেটলবরো ওয়াইড দেননি। তা দেখে অনেকেই বলেছেন, ইচ্ছে করে আম্পায়ার ওয়াইড দেননি। সেই ওভারের তৃতীয় বলে কোহলি ছয় মেরে শতরান পূর্ণ করেন।

যত কাণ্ড ডিআরএসে — বিশ্বকাপের ২৬ নং ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে হারায় পাকিস্তানকে। প্রোটিয়াদের সামনে ছিল ২৭১ রানের লক্ষ্য। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করার সময় এক বিতর্কিত মুহূর্ত তৈরি হয়েছিল। পাক স্পিনার উসামা মিরের ১৯তম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনকে ফিল্ডআম্পায়ার এলবিডব্লিউ আউট দেন। প্রাথমিকভাবে মনে হয়েছিল ওই বলটি পায়ের নীচ দিয়ে যাচ্ছিল এবং মিসিং লেগ স্টাম্প ছিল। বিতর্কের সূত্রপাত হয় যখন তা ‘দ্বিতীয়-বল ট্র্যাকিং’-এ আম্পায়ারের কল দেখায়। এবং ডুসেন ড্রেসিংরুমে ফিরে যেতে বাধ্য হন।