ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে কোহলি
একদিনের (ODI) র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও টি-২০ র্যাঙ্কিংয়ে চার নম্বর থেকে পিছিয়ে পাঁচে নেমে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)।
দুবাই: আইসিসির (ICC) তরফে সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে একদিনের ম্যাচে ব্যাটসম্যানের তালিকার এক বিরাট কোহলি (Virat Kohli)। তিনে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বোলারদের তালিকায় তিন নম্বর থেকে নেমে চার নম্বরে পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
Matt Henry was the big mover in the @MRFWorldwide ICC Rankings for Men’s ODI Bowlers!
The @BLACKCAPS pacer shot up five places to No.3 ?
Full list: https://t.co/SwyMM5HskB pic.twitter.com/jbziVYWKPr
— ICC (@ICC) March 31, 2021
ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত অধিনায়ক। পাকিস্তানের বাবর আজম ৮৩৭ পয়েন্ট নিয়ে রয়েছেন দু’নম্বরে। ৮২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে হিটম্যান রোহিত শর্মা।
A sizzling 52-ball 92* in the first T20I against Bangladesh has helped Devon Conway continue his rise up the rankings!
He’s now No.4 in the @MRFWorldwide ICC Rankings for Men’s T20I batting! ? pic.twitter.com/G66FWmuFX0
— ICC (@ICC) March 31, 2021
আরও পড়ুন: তরুণদের হাতে সুরক্ষিত ভারতীয় ক্রিকেট: সামি
একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও টি-২০ র্যাঙ্কিংয়ে চার নম্বর থেকে পিছিয়ে পাঁচে নেমে এসেছেন বিরাট কোহলি। ক্যাপ্টেনের পাশাপাশি কেএল রাহুলও একধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে এসেছেন। বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে দুরন্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে বিরাট-রাহুলদের টপকে পৌঁছে গেছেন চার নম্বরে। কনওয়ের অর্জিত পয়েন্ট ৭৮৪। টি-২০ র্যাঙ্কিংয়ে বিরাট ও রাহুলের পয়েন্ট যথাক্রমে ৭৬২ ও ৭৪৩।