টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত হয়েছে ভারতের। আয়ারল্যান্ডকে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়। মাত্র ১১৯ রানের পুঁজি নিয়েও পাকিস্তানকে হারানো, নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে ভারতীয় শিবিরে। আজ অবশ্য কঠিন লড়াই। তার কারণ, টুর্নামেন্টের অন্য়তম আয়োজক আমেরিকার বিরুদ্ধে ম্যাচ। ভারতের মতো আমেরিকাও প্রথম দু-ম্যাচই জিতেছে। নিজেদের শেষ ম্যাচে আমেরিকা সুপার ওভারে হারিয়ে পাকিস্তানকে। কাগজে কলমে পাকিস্তান অনেক শক্তিশালী দল হলেও তাদের হারিয়ে দিয়েছে আমেরিকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত বনাম মিনি ভারতও বলা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র টিমে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। অধিনায়ক মনাঙ্ক প্যাটেল নিজেই ভারতীয় বংশোদ্ভূত। এ ছাড়াও পাকিস্তানকে হারানোর নায়ক সৌরভ নেত্রভালকরের কথা ভুললে চলবে না। ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা বাঁ হাতি পেসার সৌরভ আমেরিকার বোলিং আক্রমণের অন্যতম ভরসা। এ ছাড়াও হরমীত সিং, জসদীপ সিং রয়েছেন। পাকিস্তান ম্যাচের আর এক নায়ক নস্তাস কেনজিগের জন্ম মার্কিন মুলুকে হলেও তাঁর মাতৃভূমি ভারত। বেঙ্গালুরুর পিজিতেও কেটেছে একটা বড় সময়। ফলে এই টিমকে মিনি ভারত বলাটা ভুল নয়।
টুর্নামেন্টের দুই অপরাজিত দলের লড়াই। এই ম্যাচে যে জিতবে, সুপার এইট নিশ্চিত। হারলেও সুযোগ থাকছে। তবে ঝুঁকি এড়াতে আজই জয়ের হ্যাটট্রিকে সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে নামবে ভারতীয় দল। কাজটা যদিও সহজ নয়। বিশ্বকাপ এবং তার আগের সিরিজে আমেরিকা দেখিয়ে দিয়েছে, কাগজ-কলমে ক্রিকেট হয় না। ফলে তাদের হালকা নেওয়ার কোনও জায়গা নেই। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট মাঠেই ম্যাচ। ফলে পিচ আতঙ্ক থাকছেই।
টানা দুটি জয়ে ভারতীয় শিবিরে একটিই মাত্র চিন্তা। বিশ্বকাপ শুরুর আগে অনেক আলোচনা হয়েছে ওপেনিং জুটি নিয়ে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলে আসছিলেন, রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির ওপেন করা উচিত। প্রথম ম্যাচ থেকেই বিরাট-রোহিত ওপেন করছেন। যদিও আইপিএলের ফর্ম জারি নেই বিশ্বকাপে। বিরাট ফর্মে ফিরলে, টিমের পক্ষে অনেক কঠিন ম্যাচও জেতা সহজ হয়ে যাবে। তবে বিরাটের ফর্ম ঢেকে দিয়েছেন জসপ্রীত বুমরা। কে জানে আজকের ম্যাচে হয়তো বুমরার পাশাপাশি জ্বলে উঠলেন বিরাট কোহলিও!
ভারত বনাম আমেরিকা, রাত ৮টা