e ICC T20 World Cup: বিশ্বকাপের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার! চোটে ছিটকে গেলেন প্যাট কামিন্স - Bengali News | ICC T20 World Cup: A major blow for Australia before the World Cup! Pat Cummins ruled out due to injury. | TV9 Bangla News

ICC T20 World Cup: বিশ্বকাপের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার! চোটে ছিটকে গেলেন প্যাট কামিন্স

Australia, Pat Cummins: নির্বাচক টনি ডোডমেইড স্পষ্ট করে দিয়েছেন বেন ডোয়ারশুইস ও ম্য়াথিউ রেনশকে কেন দলে নেওয়া হয়েছে। বলেছেন, “প্যাটের আরও সময় প্রয়োজন পুরোপুরি সেরে ওঠার জন্য। বেন বিকল্প হিসেবে একদম প্রস্তুত। দুর্দান্ত ফিল্ডিং ও লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে।

ICC T20 World Cup: বিশ্বকাপের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার! চোটে ছিটকে গেলেন প্যাট কামিন্স
কত চাপে অস্ট্রেলিয়া?Image Credit source: PTI

| Edited By: সুপ্রিয় ঘোষ

Jan 31, 2026 | 3:27 PM

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ছিটকে গেলেন তারকা পেসার প্যাট কামিন্স। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিচেল মার্শ। আইসিসি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিঠের পুরনো চোটে দীর্ঘদিন ভুগছিলেন। চোট না সারায় তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা সম্ভব হয়নি। একই সঙ্গে বিশ্বকাপের দলে জায়গা পাননি ওপেনার ম্যাথিউ শর্ট। পরিবর্তে দলে এলেন বেন ডোয়ারশুইস এবং ম্যাথিউ রেনশ।

নির্বাচক টনি ডোডমেইড স্পষ্ট করে দিয়েছেন বেন ডোয়ারশুইস ও ম্য়াথিউ রেনশকে কেন দলে নেওয়া হয়েছে। বলেছেন, “প্যাটের আরও সময় প্রয়োজন পুরোপুরি সেরে ওঠার জন্য। বেন বিকল্প হিসেবে একদম প্রস্তুত। দুর্দান্ত ফিল্ডিং ও লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে। ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে দারুণ কাজে আসবে।”

রেনশ প্রসঙ্গে ডোডমেইড বলেন, “ম্যাথিউ সাম্প্রতিক সময়ে সব ফর্ম্যাটেই নজর কেড়েছে। শ্রীলঙ্কায় গ্রুপ পর্বে স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে ওকে নেওয়া হয়েছে। মিডল অর্ডারে সাপোর্ট দিতে পারবে। টিম ডেভিডও টুর্নামেন্টের শুরু হওয়ার আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবে।”

গ্রুপ বি-তে অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা এবং ওমান। বিশ্বকাপ অস্ট্রেলিয়ার অভিযান শুরু হবে ১১ ফেব্রুয়ারি। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এই ধাক্কার পরেও খেতাব পাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে অস্ট্রেলিয়া।