Team India: র্যাঙ্কিংয়ে ঐতিহাসিক মাইলফলক, পাকিস্তানকে ছিটকে ‘সবার’ ওপরে ভারত
ICC Ranking: অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে থাকলেও ভারতের সঙ্গে পার্থক্য অনেকটাই বেড়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জিতলে শীর্ষে থেকেই ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামবে ভারত। ক্রিকেট ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার কোনও টিম তিন ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে। এর আগে এই কীর্তি গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালের অগস্টে তিন ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
দুবাই: এশিয়া কাপের আগে আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষে ছিল পাকিস্তান। ভারত ছিল তৃতীয় স্থানে। এশিয়া কাপের সময় দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্য়াচে জিতে অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষস্থান দখল করে অজিরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ তিন ম্যাচ হারে অস্ট্রেলিয়া। ফের শীর্ষস্থান ফিরে পায় পাকিস্তান। এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারে ভারত। সে কারণেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও ওডিআই-তে শীর্ষে উঠতে পারেনি ভারত। পাকিস্তান ফের শীর্ষস্থান ফিরে পায়। তবে মোহালিতে অস্ট্রেলিয়াকে হারাতেই ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত। ঐতিহাসিক মাইলফলকে টিম ইন্ডিয়া। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টেস্ট এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারত আগেই এক নম্বরে ছিল। তিন ফরম্যাটে সেরা হওয়া শুধু সময়ের অপেক্ষা। মিশন সম্পূর্ণ হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে ৫ উইকেটের জয়। ওয়ান ডে ফরম্যাটেও আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত। ঘরের মাঠে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে পারলে আরও আত্মবিশ্বাস পাবে ভারত। আর সিরিজের শুরুতে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান সেই তাগিদ বাড়াবে টিম ইন্ডিয়ার।
আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ১১৫। অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে থাকলেও ভারতের সঙ্গে পার্থক্য অনেকটাই বেড়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জিতলে শীর্ষে থেকেই ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামবে ভারত।
ক্রিকেট ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার কোনও টিম তিন ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে। এর আগে এই কীর্তি গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালের অগস্টে তিন ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।