টেস্ট র‍্যাঙ্কিংয়ে ছয়ে পূজারা, আটে রাহানে

Jan 30, 2021 | 4:05 PM

টেস্টে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বিরাট কোনও রদবদল নেই।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ছয়ে পূজারা, আটে রাহানে
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ে (ICC Rankings) ফের উঠলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। পাকিস্তানের বাবর আজমকে টপকে একধাপ উঠে ছয়ে উঠে এলেন তিনি। নয় থেকে আটে উঠলেন অজিঙ্ক রাহানে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের বোপান্নার পার্টনার ম্যাকলাচলান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ টেস্ট জিতেছে ভারত। ওই সফরে পূজারাকে নিয়ে শুরুর দিকে প্রচুর সমালোচনা হয়েছিল। তাঁর স্লো ব্যাটিংয়ের জন্য। কিন্তু গাব্বায় পূজারার লড়াকু ব্যাটিং প্রায় লোকগাথার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ১১টা বাউন্সার গায়ে-মাথায় খেয়েও দুরন্ত ব্যাটিং করেছিলেন। পূজারা ওই ইনিংসটা না খেললে ভারত হয়তো গাব্বা টেস্ট জিতত না।

 

 

টেস্টে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বিরাট কোনও রদবদল নেই। প্রথম চারে কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, মার্নাস লাবুসেন ও ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)। পাঁচে ইংল্যান্ডের ক্যাপ্টেন জো রুট। বেন স্টোকসকে একধাপ নামিয়ে নয়ে উঠে এলেন হেনরি নিকোলস।

 

 

বোলারদের তালিকায় ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও জশপ্রীত বুমরা আটে ও নয়েই থেকে গেলেন। সাত থেকে ছয়ে উঠে এলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।

আরও পড়ুন: ল্যাঙ্গারের কোচিং স্টাইলে ক্ষুব্ধ ক্রিকেটাররা

Next Article