ICC U19 World Cup 2022: ভারতীয় দলে বাংলার রবি, স্ট্যান্ডবাই অমৃতরাজ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 19, 2021 | 7:07 PM

নতুন বছরের শুরুতেই ক্যারিয়ান দ্বীপপুঞ্জে বসছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। আজই তার জন্য দল বাছাই করল জুনিয়র নির্বাচক কমিটি (Junior Selection Committee)। ১৪ জানুয়ারি থেকে শুরু ১৬ দলের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছর যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ডে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন যশ ধুল (Yash Dhull)।

ICC U19 World Cup 2022: ভারতীয় দলে বাংলার রবি, স্ট্যান্ডবাই অমৃতরাজ
রবি কুমার ও অমৃতরাজ উপাধ্যায়। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের দল ঘোষণা। ১৭ জনের দলে ডাক পেলেন বাংলার রবি কুমার (Ravi Kumar)। এছাড়া ৫ জন স্ট্যান্ডবাই ক্রিকেটার রাখা হয়েছে। তার মধ্যে রয়েছেন বাংলার অমৃতরাজ উপাধ্যায় (Amrit Raj Upadhyay)।

নতুন বছরের শুরুতেই ক্যারিয়ান দ্বীপপুঞ্জে বসছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। আজই তার জন্য দল বাছাই করল জুনিয়র নির্বাচক কমিটি (Junior Selection Committee)। ১৪ জানুয়ারি থেকে শুরু ১৬ দলের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছর যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ডে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন যশ ধুল (Yash Dhull)। যুব বিশ্বকাপে চার বার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২০০০, ২০০৮, ২০১২ আর ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত।

রবি কুমার বাঁ-হাতি পেসার। আর অমৃতরাজ উপাধ্যায় বাঁ-হাতি স্পিনার। দু’জনেই যুব স্তরে ভালো পারফর্ম করে চলেছেন। একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সূচি-

  • ১৫ জানুয়ারি, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, গুয়েনা
  • ১৯ জানুয়ারি, ভারত বনাম আয়ারল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো
  • ২২ জানুয়ারি, ভারত বনাম উগান্ডা, ত্রিনিদাদ ও টোবাগো

 

আরও পড়ুন: Men’s Asian Champions Trophy 2021: এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে হাফ ডজন গোল ভারতের

Next Article