AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Men’s Asian Champions Trophy 2021: এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে হাফ ডজন গোল ভারতের

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-২ ড্র করার পর থেকে ভারতীয় হকি টিম অপ্রতিরোধ্য। বাংলাদেশকে ৯ গোলে হারানোর পর পাকিস্তানের বিরুদ্ধে ৩-১ জিতেছিল। এ বার জাপানকে ৬ গোল দেওয়ার অর্থ হল, পুরো টুর্নামেন্টে ২০ গোল দিল ভারত। হজম করেছে মাত্র ৩ গোল। ১০ পয়েন্ট নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ টেবলে শীর্ষে রয়েছে ভারত।

Men's Asian Champions Trophy 2021: এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে হাফ ডজন গোল ভারতের
Men's Asian Champions Trophy 2021: এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে হাফ ডজন গোল ভারতের
| Edited By: | Updated on: Dec 19, 2021 | 6:32 PM
Share

ভারত-৬ : জাপান-০ (হরমনপ্রীত ১০ ও ৫৩, দিলপ্রীত ২৩, জার্মানপ্রীত ৩৪, সুমিত ৪৬, শমসের ৫৪)

ঢাকা: উপমহাদেশ তো বটেই, এশিয়াতে এখন ভারতীয় হকি টিম অপ্রতিরোধ্য। পাকিস্তানকে একদিন আগে হারিয়েছিলেন মনপ্রীত সিং, হরমনপ্রীত সিংরা। দু’দিন পর আবার ভারতীয় আগ্রাসনের শিকার এশিয়ান গেমসে সোনাজয়ী টিম জাপান। এশিয়ান চ্যাম্পিয়নশিপের (Men’s Asian Champions Trophy) শেষ ম্যাচে তাদের ৬-০ হারাল টোকিও গেমসে ব্রোঞ্জ পাওয়া গ্রাহাম রিডের টিম।

এশিয়ান হকিতে জাপান (Japan) সব সময় কঠিন প্রতিপক্ষ। তীব্র গতি, কাউন্টার অ্যাটাকের জন্য বিপক্ষকে কখনওই স্বস্তিতে থাকতে দেয় না। সেই জাপানকে ভারত (India) যে হাফ ডজন গোলে উড়িয়ে দেবে, তা ভাবাই যায়নি। আসলে মনপ্রীতের এই টিমে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমনই চমত্‍কার ভারসাম্যও রয়েছে। তার সঙ্গে আগ্রাসন মিশিয়ে জাপানকে রীতিমতো উড়িয়ে দিল ভারত।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-২ ড্র করার পর থেকে ভারতীয় হকি টিম অপ্রতিরোধ্য। বাংলাদেশকে ৯ গোলে হারানোর পর পাকিস্তানের বিরুদ্ধে ৩-১ জিতেছিল। এ বার জাপানকে ৬ গোল দেওয়ার অর্থ হল, পুরো টুর্নামেন্টে ২০ গোল দিল ভারত। হজম করেছে মাত্র ৩ গোল। ১০ পয়েন্ট নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ টেবলে শীর্ষে রয়েছে ভারত।

অলিম্পিকের পর এই প্রথম কোনও টুর্নামেন্ট খেলছেন জার্মানপ্রীত, দিলপ্রীতরা। যে ছন্দ খোঁজা লক্ষ্য ছিল, তা পেয়ে গিয়েছে রিডের টিম। ১০ মিনিটের মাথায়

শুরুতেই ভারত পর পর দুটো পেনাল্টি কর্নার পেয়ে গিয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি ভারত। ১০ মিনিটে পাওয়া ‘পি-সি’টা অবশ্য মিস করেননি হরমনপ্রীত। ১-০ করার পর আর জাপান আর রুখতে পারেনি। ২৩ থেকে ৫৪ মিনিটের মধ্যে আর পাঁচ গোল ভারতের। যার মধ্যে ৫৩ মিনিটে হরমনপ্রীতেরই রয়েছে দ্বিতীয় গোল। তার মাঝে দিলপ্রীত, জার্মানপ্রীত, সুমিত, শমসেররা নাম লিখিয়েছেন স্কোরলাইনে।