
লাগাতার বৃষ্টি। কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার। বৃষ্টির কারণে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচটি ভেস্তেই গেল। ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন, রবিবারও এমন পরিস্থিতি হবে না তো! সকলের যেন প্রার্থনা, বৃষ্টি যেন না হয়। টানা চার রবিবার ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দেখার সুযোগ। আর এই ম্যাচে নানা বিষয় নজরে। হ্যান্ডশেক, সাপ, বৃষ্টি। ভারত-পাকিস্তান মেগা ম্যাচে বাধা অনেক কিছু। আকর্ষণও। অপেক্ষাও জোরদার। মুখের কথা অনেক আগেই শুরু করে দিয়েছিল পাকিস্তান। মাঠে তাদের জবাব দেওয়ার পালা হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের।
ভারতের মাটিতে চলছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। শ্রীলঙ্কা রয়েছে যুগ্ম আয়োজক হিসেবে। নিরপেক্ষ ভেনু হিসেবে শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। গত তিন রবিবার এশিয়া কাপে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ ও সুপার ফোরে একপেশে জয় ছিনিয়ে নিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। ফাইনালে সাময়িক লড়াই দেখা গিয়েছিল। শেষ অবধি তিলক ভার্মার অনবদ্য ইনিংসে পাকিস্তানকে হারিয়ে নবম বার এশিয়া সেরা হয় ভারত। এ বার স্মৃতি মান্ধানাদের পালা।
মেয়েদের ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে সব মিলিয়ে এগারোবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। একশো শতাংশ জয়ের রেকর্ড ভারতের দখলে। এ বারের বিশ্বকাপে জয় দিয়েই শুরু করেছে ভারত। গুয়াহাটিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অন্য দিকে, পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে। কলম্বোয় পাকিস্তানকে লজ্জার হার উপহার দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় ছিল দেখার মতো।
ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান ক্রিকেট অধিনায়ক ফাতিমা সানা অবশ্য জানিয়েছেন, পরিসংখ্যান নিয়ে তাঁরা ভাবছেন না। পরিসংখ্যান বদলানোতেই নজর। ভারতীয় দলও দুরন্ত ছন্দে। প্রথম ম্যাচে রান না পেলেও স্মৃতি মান্ধানা বিধ্বংসী ফর্মে রয়েছেন। শেষ ১০টি ওয়ান ডে ম্যাচে ৬০০-র উপর রান রয়েছে স্মৃতির। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দীপ্তি শর্মা, স্নেহ রানা, অমনজ্যোৎ কৌর দুর্দান্ত পারফর্ম করেছেন। কলম্বোয় পৌঁছে অবশ্য অন্যকিছুর সামনেও পড়তে হয়েছিল ভারতীয় দলকে। প্রথম প্র্যাক্টিসে মাঠে সাপ ঢুকে পড়েছিল। আর এখন বৃষ্টি সমস্যা। সব কিছুর বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত হরমনপ্রীতরা।