T20 WC 2024: নতুন চ্যাম্পিয়নের অপেক্ষা; ফাইনালে আজ দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

Oct 20, 2024 | 2:02 AM

ICC Women's T20 Cup 2024: পুরুষদের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একবারই ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সেটা এ বছরই। ফাইনালে ভারতের কাছে হার। ওয়ান ডে বিশ্বকাপে একবারও ফাইনালে উঠতে পারেনি। সহজ হিসেব, পুরুষদের ক্রিকেট হোক বা মহিলাদের, ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি, বিশ্বজয়ের স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা।

T20 WC 2024: নতুন চ্যাম্পিয়নের অপেক্ষা; ফাইনালে আজ দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড
Image Credit source: ICC

Follow Us

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। ট্রফির লড়াইয়ে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। যেই জিতুক, টি-টোয়েন্টিতে নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব। দু-দলই একবার করে ফাইনালে উঠেছে। যদিও ট্রফির স্বাদ পায়নি। ২০১০ সালে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। অন্য দিকে, গত বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা। দু-দলই রানার্স হয়েছিল। এ বার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে নিউজিল্যান্ড। দু-দলের কাছেই এই ট্রফি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ।

পুরুষদের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একবারই ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সেটা এ বছরই। ফাইনালে ভারতের কাছে হার। ওয়ান ডে বিশ্বকাপে একবারও ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সহজ হিসেব, পুরুষদের ক্রিকেট হোক বা মহিলাদের, ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি, বিশ্বজয়ের স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা। তাদের কাছে ঐতিহাসিক ফাইনাল। স্নায়ুর চাপ সামলে এই ফাইনাল জিততে পারলে রেনবো নেশনে প্রথম বার বিশ্বকাপ ট্রফি আসবে।

নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল অনেক বেশি অভিজ্ঞ। সোফি ডিভাইন, সুজি বেটস, লিয়া তাহুহুর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। মেয়েদের ক্রিকেটে ওয়ান ডে বিশ্বকাপও জিতেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার দ্বিতীয় সুযোগ। আর এটা কাজে লাগাতে মরিয়া হোয়াইট ফার্নস। তাদের দক্ষতা, অভিজ্ঞতা সবই রয়েছে। সোফি ডিভাইনের মতো অভিজ্ঞ ক্রিকেটার যেমন রয়েছেন, তেমনই অ্যামেলিয়া কের-এর মতো তরুণও। দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছে নিউজিল্যান্ড। দুবাইতে আজ মর্যাদার লড়াইও। নিউজিল্যান্ডের লক্ষ্য যেমন প্রথম টি-টোয়েন্টি ট্রফি, তেমনই দক্ষিণ আফ্রিকার নজর সাদা-বলের ক্রিকেটে প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতায়।

এই খবরটিও পড়ুন

দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস ও ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচার

Next Article