AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women’s T20 WC: দু-যুগ পর শারজায় খেলবে ভারত, অস্ট্রেলিয়াকে হারালেও অপেক্ষা!

ICC Women's T20 Cup 2024: অবশেষে গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিতে নেট রান রেটে উন্নতি করেছিল ভারত। কিছুটা সুবিধা হয়েছিল অস্ট্রেলিয়াও বড় ব্যবধানে নিউজিল্যান্ডকে হারানোয়। এখনও যা পরিস্থিতি, সেমিফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া ছাড়া কেউই সুরক্ষিত জায়গায় নেই।

Women's T20 WC: দু-যুগ পর শারজায় খেলবে ভারত, অস্ট্রেলিয়াকে হারালেও অপেক্ষা!
Image Credit: BCCI WOMEN X
| Updated on: Oct 13, 2024 | 12:13 AM
Share

দীর্ঘ প্রায় ২৪ বছর। ফের শারজায় খেলবে ভারত। শারজাতে ভারতের নানা স্মৃতি রয়েছে। ৫০ রানে অলআউট থেকে শুরু করে সচিন তেন্ডুলকরের মরুঝড়। তালিকা শেষ হবে না। আরব আমির শাহির দুটি ভেনু দুবাই ও শারজায় হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ দুবাইয়ে খেলেছে ভারত। গ্রুপের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সুপার সান ডে-তে শারজায় ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আবেগের ভেনু, কিন্তু প্রবল চাপের ম্যাচ। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে। জিতলেও নিশ্চিত নয়। এরপরও অপেক্ষায় থাকতে হবে।

টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচই ভারতকে অস্বস্তিতে রেখেছিল। নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে বিশাল ব্যবধানে হার দিয়ে। তার ফলে ভারতের নেট রান রেট মাইনাসের ঘরে ছিল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও নেট রান রেট পজিটিভে আনতে পারেনি ভারত। অবশেষে গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিতে নেট রান রেটে উন্নতি করেছিল ভারত। কিছুটা সুবিধা হয়েছিল অস্ট্রেলিয়াও বড় ব্যবধানে নিউজিল্যান্ডকে হারানোয়। এখনও যা পরিস্থিতি, সেমিফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া ছাড়া কেউই সুরক্ষিত জায়গায় নেই।

শারজায় আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। হারলে সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে ভারতের। জিতলেও অপেক্ষা করতে হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের। গ্রুপ এ-তে পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৬ পয়েন্টের পাশাপাশি তাদের নেট রান রেট প্লাস ২.৭৮৬। দ্বিতীয় স্থানে ভারত। চার পয়েন্টের পাশাপাশি নেট রান রেট ০.৫৭৬। গত কাল অর্থাৎ শনিবার শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে উন্নতি করেছে নিউজিল্যান্ড। তাদের ঝুলিতেও ৪ পয়েন্ট। নেট রান রেট ০.২৮২।

ভারত যদি অস্ট্রেলিয়াকে হারায় নেট রান রেট কিছুটা বাড়বে। কিন্তু সেমিফাইনালের গ্যারান্টি দেওয়া যাবে না। অপেক্ষা করতে হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের ফলে। নিউজিল্যান্ড হারলে ভারতের কোনও সমস্যা নেই। কিন্তু জিতলে আবারও নেট রান রেটের অঙ্ক আসবে। আপাতত ভারতের লক্ষ্য অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেট যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া। চোটে জর্জরিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে নামছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত।

ভারত বনাম অস্ট্রেলিয়া, সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস ও ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচার