ICC World Cup 2023: তেইশের বিশ্বকাপে ‘সব’ প্রথম

Cricket World Cup 2023: ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জস বাটলারের ইংল্যান্ড এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। আজ ছিল দ্বিতীয় ম্যাচ। তাতে মুখোমুখি হয়েছিল বাবর আজমের পাকিস্তান এবং নেদারল্যান্ডস। ভারতের প্রথম ম্যাচ রবিবার।

ICC World Cup 2023: তেইশের বিশ্বকাপে ‘সব’ প্রথম
ICC World Cup 2023: তেইশের বিশ্বকাপে ‘সব’ প্রথমImage Credit source: ICC
Follow Us:
| Updated on: Oct 07, 2023 | 8:02 AM

কলকাতা: প্রথম বার কোনও বাচ্চা যখন হাঁটতে শেখে, সেই মুহূর্তটা ঠিক কেমন হয়? বাচ্চা তাতে যত না খুশি হয়, তার মা-বাবার খুশি হয় অনেকখানি বেশি। আর সেই বাচ্চা যখন প্রথম বার কথা বলে? সেই মুহূর্তের আনন্দ তার মা-বাবার কাছে বলে বোঝানোর মতো হয় না। প্রথম বার স্কুলে যাওয়া, ক্লাসে প্রথম হওয়া হোক বা প্রথম দেখায় প্রেম… সবকিছুই ভীষণ স্পেশাল হয়। এত কিছু প্রথমের উদাহরণ উল্লেখ করার একটা বিশেষ কারণ রয়েছে। আর তা হল তেইশের বিশ্বকাপের (ICC World Cup 2023) ‘সব’ প্রথম — কী বুঝতে পারলেন? আর একটু সহজ করে বলা যাক তা হলে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জস বাটলারের ইংল্যান্ড এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এ বার ধীরে ধীরে বলা যাক ২০২৩ সালের বিশ্বকাপের প্রথম সবকিছু।

  1. ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের প্রথম টস জেতেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।
  2. এ বারের ওডিআই বিশ্বকাপের প্রথম বল করেছেন কিউয়ি তারকা ট্রেন্ট বোল্ট।
  3. ট্রেন্ট বোল্টের করা প্রথম বলের মুখোমুখি হয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো।
  4. এ বারের ওডিআই বিশ্বকাপের প্রথম ছয় এসেছে ট্রেন্ট বোল্টের বোলিংয়ে জনি বেয়ারস্টোর ব্যাটে।
  5. ২০২৩ সালের প্রথম বাউন্ডারিটিও হয়েছে ট্রেন্ট বোল্টের বোলিংয়ে এবং জনি বেয়ারস্টোর ব্যাটে।
  6. চলতি ওডিআই বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট।
  7. ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করেছেন কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে। ৮৩ বলে তিন অঙ্কে পৌঁছে যান কনওয়ে।
  8. চলতি ক্রিকেট বিশ্বকাপের প্রথম মেডেন ওভার দেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
  9. এ বারের ৫০ ওভারের বিশ্বকাপে প্রথম উইকেট নেন ম্যাট হেনরি। তাতে ক্যাচ নেন টম ল্যাথাম এবং উইকেটটি ছিল ডেভিড মালানের।
  10. প্রথম ডিআরএস-ম্যাট হেনরির বোলিংয়ে মালানের বিরুদ্ধে (আনসাকসেসফুল)।
  11. চলতি ওডিআই বিশ্বকাপে প্রথম ওয়াইড বল করেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
  12. ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে প্রথম ডাক (গোল্ডেন ডাক)- নিউজিল্যান্ড ওপেনার উইল ইয়ং।
  13. এ বারের ওডিআই বিশ্বকাপে প্রথম উইকেট মেডেন ট্রেন্ট বোল্টের।
  14. ভারতের মাটিতে হওয়া ৫০ ওভারের বিশ্বকাপে প্রথম নো বল করেছেন রোলেফ ভ্যান ডার মারওয়ে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে।
  15. চলতি বিশ্বকাপে প্রথম রান আউট হয়েছেন পাকিস্তানের মহম্মদ নওয়াজ।
  16. এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। আর প্রথম ম্যাচ হেরেছে ইংল্যান্ড।