ICC World Cup 2023 Points Table: ভারত নিশ্চিত, আফগানিস্তান দৌড়ে; বিশ্বকাপ পয়েন্ট টেবলে আজ বড় চমক!
ICC ODI World Cup 2023: একমাত্র দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। তেমনই শেষ মুহূর্তে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। সেমিফাইনালের দৌড়ে খুব ভালো ভাবেই রয়েছে তারা। টানা তিন ম্যাচ জিতেছে আফগানিস্তান। তাদের পারফরম্যান্সে চাপ বেড়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার। পাকিস্তানেরও ক্ষীণ আশা রয়েছে। জটিল অঙ্ক। অস্ট্রেলিয়া কিংবা আফগানিস্তান যদি পরপর হারে, পাকিস্তানের কাছে সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার।
কলকাতা: প্রথম দল হিসেবে বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ। ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিল টিম ইন্ডিয়া। এখনও অবধি পারফরম্যান্সও তেমনই। সাতটির মধ্যে সাত ম্যাচেই জয়। একমাত্র দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। তেমনই শেষ মুহূর্তে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। সেমিফাইনালের দৌড়ে খুব ভালো ভাবেই রয়েছে তারা। টানা তিন ম্যাচ জিতেছে আফগানিস্তান। তাদের পারফরম্যান্সে চাপ বেড়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার। পাকিস্তানের ক্ষীণ আশা রয়েছে। পয়েন্ট টেবলের পরিস্থিতিটা কেমন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দেখে নিন চিত্রটা…
- পয়েন্ট টেবলে এক নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। সাতটির মধ্যে সাতটিই জয়। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে ভারতের। টিম ইন্ডিয়ার লক্ষ্য একশো শতাংশ জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনালে যাওয়া।
- পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৭টির মধ্যে ৬টি ম্যাচ জিতেছে প্রোটিয়ারা। সেমিফাইনালে যেতে বাকি দু-ম্যাচের মধ্যে একটি জয় চাই। তবে এখান থেকে দুটি ম্যাচ হেরেও সেমিফাইনালে যেতে পারে প্রোটিয়ারা। এর জন্য অবশ্য অন্য দলের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে।
- পয়েন্ট টেবলে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ছয় ম্যাচে তাদের ৮ পয়েন্ট রয়েছে। সেমিফাইনালে যাওয়ার পথে এখন কার্যত সব ম্যাচই নকআউট অজিদের কাছে। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এরপর আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলা রয়েছে।
- চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। হারের হ্যাটট্রিক করে প্রবল চাপে কিউয়িরা। তাদের ৭ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে। তাদের মাত্র দুটি ম্যাচ বাকি। আজ পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯ নভেম্বর। পাকিস্তানের কাছে হারলে রাস্তা কঠিন হবে কিউয়িদের।
- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো আফগানিস্তানেরও ৮ পয়েন্ট। নেট রান রেটে পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের এখনও দুটো ম্যাচ বাকি। দুটোই কঠিন ম্যাচ। একটি অস্ট্রেলিয়া, অন্যটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দুটো ম্যাচ জিতলে সেমিফাইনালে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
- ছ’নম্বরে রয়েছে পাকিস্তান। তাদের পয়েন্ট মাত্র ছয়। যদিও এখান থেকে সেমিফাইনালের ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তাদের ম্যাচ আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ড। পাকিস্তান যদি এই দুটি ম্যাচ জেতে এবং নিউজিল্যান্ড যদি শেষ ম্যাচটিও হারে। অস্ট্রেলিয়া কিংবা আফগানিস্তান যদি পরপর হারে, পাকিস্তানের কাছে সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার।