ICC World Cup 2023 Points Table: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবলে বিরাট লাফ আফগানিস্তানের

ICC ODI World Cup 2023: ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ এগিয়ে চলেছে। দেখতে দেখতে টুর্নামেন্টের ১৩টি ম্যাচ হয়ে গিয়েছে। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রবি-রাতে জস বাটলারের ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। সপ্তাহের প্রথম দিন লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। তার আগে চোখ বুলিয়ে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবলে।

ICC World Cup 2023 Points Table: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবলে বিরাট লাফ আফগানিস্তানের
আফগানিস্তানের জয়ের উচ্ছ্বাস।Image Credit source: ICC Cricket World Cup
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 9:55 AM

কলকাতা: চলতি বিশ্বকাপে পরতে পরতে চমক দেখা যাচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England) রবি-রাতে হারিয়েছে আফগানিস্তান (Afghanistan)। তারপর পয়েন্ট টেবলে পরিবর্তন হয়েছে। দেখতে দেখতে চলতি বিশ্বকাপের (ICC World Cup) ১৩টি ম্যাচ হয়ে গিয়েছে। আজ সপ্তাহের প্রথম দিন লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। সোমবার টুর্নামেন্টের ১৪তম ম্যাচ। তার আগে চোখ বুলিয়ে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবলে। আয়োজক ভারতের নাম আপাতত পয়েন্ট টেবলের শীর্ষে জ্বলজ্বল করছে। ইংল্যান্ডকে হারিয়ে রশিদ খান, রহমানুল্লা গুরবাজের আফগানিস্তান কত নম্বরে উঠেছে? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক ঝলকে দেখে নিন চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবল —

১. চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে আপাতত ৩টি ম্যাচে খেলেছে রোহিত শর্মার ভারত। তার মধ্যে ভারতের জয় তিনটিতেই। মেন ইন ব্লুর ঝুলিতে ৬ পয়েন্ট। নেট রানরেট +১.৮২১। পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ভারত।

২. ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে আপাতত দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ভারতের পাশাপাশি কিউয়িরাও ৩টি ম্যাচে খেলেছে। জয় ৩টিতেই। নিউজিল্যান্ডের পয়েন্ট ৬। কিন্তু নেট রানরেটে ভারতের থেকে খানিক পিছিয়ে কিউয়িরা (নেট রানরেট +১.৬০৪)।

৩. তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ২টি ম্য়াচ খেলেছে। প্রোটিয়ারা তার ২টিতেই জিতে পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে। রাবাডাদের পয়েন্ট ৪। নেট রানরেট +২.৩৬০। আপাতত ১০ দলের মধ্যে সবচেয়ে বেশি রানরেট দক্ষিণ আফ্রিকা।

৪. বাবর আজমের পাকিস্তান চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে খেলেছে। তার মধ্যে ২টি জয় ও ১টি হারের পর পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে গ্রিন আর্মি। নেট রানরেট -০.১৩৭। পাকিস্তানের পয়েন্ট ৪।

৫. ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে জস বাটলারের ইংল্যান্ড। এখনও অবধি ৩টি ম্যাচ খেলেছেন জো রুটরা। তাতে ১টি জয় ও ২টি হার। নেট রানরেট -০.০৮৪। আফগানিস্তানের কাছে রবিবার হারার ফলে ইংল্যান্ডের পয়েন্ট এখনও ২।

৬. ইংল্যান্ডকে রবিবার হারিয়ে পয়েন্ট টেবলের সবচেয়ে শেষ থেকে ছয় নম্বরে উঠে এসেছে হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। এখনও অবধি ৩ ম্যাচ খেলে ১টি জয় ও ২টি হার আফগানদের। পয়েন্ট – ২। নেট রানরেট -০.৬৫২।

৭. ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ। এখনও অবধি এই টুর্নামেন্টে ৩ ম্যাচে খেলেছে বাংলাদেশ। তার মধ্যে জয় ১টি, হার ২টি। সাকিব-লিটনদের পয়েন্ট ২। নেট রানরেট -০.৬৯৯।

৮. আজ শ্রীলঙ্কার ম্যাচ রয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পয়েন্ট টেবলের আটে রয়েছে শ্রীলঙ্কা। এখনও অবধি ২ ম্য়াচে খেলে ২টিতেই হেরেছে শ্রীলঙ্কা। তাই এক পয়েন্টও নেই লঙ্কানদের। নেট রানরেট -১.১৬১।

৯. ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের নয় নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। এখনও অবধি ডাচরা ২টি ম্যাচ খেলেছে, ২টিতে হেরেছে। পয়েন্টের ঝুলি ফাঁকা। নেট রানরেট -১.৮০০।

১০. আজ লখনউয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে অজিরা। ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে ২টি ম্যাচ খেলেছে অজিরা। তার দু’টিতেই হার। পয়েন্টের খাতা আজ কি খুলবে। আপাতত অজিদের নেট রানরেট -১.৯৪৬।