অবশেষে অপেক্ষার অবসান হল। আজ, ২৭ জুন ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) সূচি ঘোষণা হল। চলতি বছরে ভারতের মাটিতে হবে ওডিআই বিশ্বকাপ। দেশের মাঠে মহাযজ্ঞ শুরু হবে ৫ অক্টোবর। ফাইনাল ১৯ নভেম্বরে। আইসিসির (ICC) তরফ থেকে আজ মুম্বইের এক বিলাসবহুল হোটেলে জাঁকজমক ভাবে ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা হল। আইসিসির মেগা টুর্নামেন্টের ঠিক ১০০দিন আগে সূচি ঘোষণা হল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এ বারের বিশ্বকাপের ফাইনাল। আর দুটি সেমিফাইনাল হবে মুম্বই ও কলকাতাতে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের সূচি সংক্রান্ত খুঁটিনাটি খবর জানতে চোখ রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।
ICC World Cup 2023 Schedule : ২০২৩ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর ১০০দিন বাকি। ভারতের মাটিতে হবে এ বারের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। চলতি বছরের বিশ্বকাপে ৫টি ম্যাচ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens)।
পড়ুন বিস্তারিত – ICC World Cup 2023 matches at Eden Gardens : ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপের ৫ ম্যাচ, ইডেনে বিরাটের বার্থ ডে সেলিব্রেশন?
India vs Pakistan : বরাবরই পাকিস্তানের অন্যতম পছন্দের ভেনু ইডেন গার্ডেন্স। পছন্দের ভেনুর কথা আগেই জানিয়েছিল পিসিবি। সেইমতো বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের দুটো ম্যাচ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন।
পড়ুন বিস্তারিত – Eden Gardens: ইডেনে ভারত-পাক সেমিফাইনাল চাইছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা
এ বারের বিশ্বকাপের সবক’টি ম্যাচের জন্য ২টি সময় নির্ধারণ করা হয়েছে। একটি, সকাল ১০.৩০ থেকে। অন্যটি, দুপুর ২টো থেকে। তবে, নকআউটের প্রতিটি ম্যাচই ভারতে দেখা যাবে দুপুর ২টো থেকে।
টুইটারে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ লেখেন, ‘ভারতের জন্য গর্বের মুহূর্ত। এই নিয়ে মোট তিনবার বিশ্বকাপের আয়োজক হতে চলেছি আমরা। বিরাট সম্মানের ব্যাপার। ১২টা শহর জুড়ে হতে চলেছে এই বিশ্বকাপ। আমরা আমাদের বিশ্বমানের পরিকাঠমো তুলে ধরার সুযোগ পাব। দুরন্ত একটা টুর্নামেন্টের জন্য তৈরি হচ্ছি সবাই।’
Proud moment for India! Hosting the ICC Men's Cricket World Cup for the fourth time is an incredible honor. With 12 cities as the backdrop, we'll showcase our rich diversity and world-class cricketing infrastructure. Get ready for an unforgettable tournament! #CWC2023 @ICC @BCCI pic.twitter.com/76VFuuvpcK
— Jay Shah (@JayShah) June 27, 2023
Team India full fixture : ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে ৫ নভেম্বর এ বারের ওডিআই বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ভারত।
পড়ুন বিস্তারিত – ICC World Cup 2023 Schedule : উদ্বোধনী ম্যাচে নেই ভারত, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু মেন ইন ব্লুর
Cricket World Cup 2023 Fixtures : ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড মুখোমুখী হবে নিউজিল্যান্ডের। আমেদাবাদে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ভারতের প্রথম ম্যাচ ৫ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, চেন্নাইয়ে। এক ঝলকে দেখে নিন ওডিআই বিশ্বকাপের পুরো সূচি।
পড়ুন বিস্তারিত – ICC World Cup 2023 Schedule: ইডেনে ভারতীয় টিম কার বিরুদ্ধে খেলবে হাইভোল্টেজ ম্যাচ? কেমন সূচি,একঝলকে দেখে নিন
Cricket World Cup 2023 Fixtures : বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে।
পড়ুন বিস্তারিত – ICC World Cup 2023 Schedule : সেমি-সহ বিশ্বকাপের ৫ ম্যাচ ইডেনে, মোদী স্টেডিয়ামে ভারত-পাক
ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
ভারত এ বারের বিশ্বকাপের ৯টি ম্যাচ ৯টি ভেনুতে খেলবে।
পুনের এমসিএ স্টেডিয়ামে হবে ৫টি ম্যাচ।
এ বারের বিশ্বকাপের ২টি সেমিফাইনাল হওয়ার কথা ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর। মুম্বইতে হবে প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল হবে কলকাতায়। ২টি সেমিফাইনালেই রয়েছে রিজার্ভ ডে। প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে ১৬ নভেম্বর আর দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ ডে ১৭ নভেম্বর।
আইসিসি ওডিআই বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে পেল যে ৫টি ম্যাচ —
আইসিসি ওডিআই বিশ্বকাপে ইডেন পেল যে ৫টি ম্যাচ —
এ বারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ভেনু- চেন্নাই।
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ওই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে এ বারের ওডিআই বিশ্বকাপের মেগা ফাইনাল।
২৭ বছর আগে শেষ বিশ্বকাপের ম্যাচ হয়েছিল ইডেনে। এ বারের বিশ্বকাপে সেমিফাইনাল সহ ৫ ম্যাচ হচ্ছে ইডেনে।
প্রথমবার দেশের উত্তর-পূর্ব ভারতে খেলা হবে বিশ্বকাপ। ওডিআই বিশ্বকাপের ১০টি ভেনু হল – ধর্মশালা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, কলকাতা, লখনউ, গুয়াহাটি, পুনে ও হায়দরাবাদ।
বিসিসিআই সচিব জয় শাহ জানালেন, ভারতের ১০টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
মুম্বইয়ে শুরু হল বিশ্বকাপ সূচি ঘোষণা অনুষ্ঠান।
মুম্বইয়ে পাঁচতারা হোটেল সেন্ট রেজিসে হবে বিশ্বকাপের সূচি ঘোষণা।
St. Regis, Mumbai is ready for the announcement of the World Cup schedule. pic.twitter.com/Lj12YsXULR
— Johns. (@CricCrazyJohns) June 27, 2023
কাউন্টডাউন শুরু। আজ হবে বিশ্বকাপের সূচি ঘোষণা। তার জন্য মঞ্চ প্রস্তুত…
The stage is set at St. Regis for the World Cup schedule announcement. pic.twitter.com/LQWrSWc5mO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 27, 2023
আজ দুপুর ১২টা নাগাদ ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করবেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন এবং আইসিসি সিইও জিওফ অ্যালর্ডিস।
Jay Shah, Virender Sehwag, Muttiah Muralidharan and ICC CEO Geoff Allardice will unveil the 2023 World Cup schedule at 12pm. pic.twitter.com/PP35dLhNno
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 27, 2023
সূত্রের খবর অনুযায়ী, এ বারের বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। অর্থাৎ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।
সূত্রের খবর অনুযায়ী, এ বারের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল হবে দুটি ভেনুতে। সেই ২টি ভেনু হল – মুম্বই (ওয়াংখেড়ে স্টেডিয়াম) ও কলকাতা (ইডেন গার্ডেন্স)।
এখনও অবধি জানা গিয়েছে, ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ফাইনাল হওয়ার কথা ১৯ নভেম্বর। আজ এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে।
সূত্রের খবর, এ বারের ওডিআই বিশ্বকাপের জন্য ১২টি ভেনু বেছে নেওয়া হয়েছে। সেই ১২টি ভেনু হল- চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, তিরুবনন্তপুরম, মুম্বই, আমেদাবাদ, পুনে, লখনউ, দিল্লি, গুয়াহাটি, কলকাতা এবং ধর্মশালা।
আইসিসির মেগা টুর্নামেন্টের ঠিক ১০০দিন আগে সূচি ঘোষণা হচ্ছে।
অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। আজ সকাল ১১.৩০ টা নাগাদ বিশ্বকাপের সূচি প্রকাশ হওয়ার কথা।