ICC World Cup 2023: বিরাট জন্মদিনে অনেক পরিকল্পনা, কিন্তু…
ICC World Cup 2023, Virat Kohli Birthday: প্রাথমিক পরিকল্পনা হিসেবে রয়েছে, একটি রৌপ্য স্মারক। তবে বিকল্প হিসেবে ভাবনা রয়েছে স্মারকের অন্য ডিজাইনের। যেখানে ব্যক্তি বিরাটের কোনও মুহূর্তকে রাখা হতে পারে। কারণ জ্নমদিন যে ভীষণই স্পেশাল। ভীষণই ব্যক্তিগত। তাই শুধু বিরাট কেন্দ্রিক স্মারক পরিকল্পনার পরিকল্পনা রয়েছে। তা দেওয়া হতে পারে কেক কাটিং অনুষ্ঠানের সময়। এই পরিকল্পনাতে এখনও লাল সংকেত দেয়নি আইসিসি।

কলকাতা: রবিবার ৩৫ বছর পূর্ণ করবেন বিরাট কোহলি। সেদিনই আবার ইডেন গার্ডেন্সে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বিরাটের জন্মদিন স্মরণীয় করে রাখতে অনেক পরিকল্পনা গিজগিজ করছিল সিএবির শীর্ষকর্তাদের মাথায়। কিন্তু পরিকল্পনা আর বাস্তবায়নের মাঝে ফারাক যে অনেক। হাড়ে হাড়ে টের পাচ্ছে সিএবি কর্তারা। আগে জানা যাক, বিরাটের ৩৫ বছর জন্মদিন স্মরণীয় করতে কী কী পরিকল্পনা ছিল বা আছে সিএবির! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রাথমিকভাবে সিএবি কর্তাদের পরিকল্পনা ছিল জমকালো জন্মদিন সেলিব্রেশনের। লেজার শো ছিল পরিকল্পনায়। ভাবনা ছিল বলিউডের নামী গায়িকা শিল্পা রাওয়ের পারফরম্যান্স। কিন্তু সব ভাবনার সলিল সমাধি ঘটেছে। সৌজন্যে আইসিসির ফতোয়া। এই দুটো পরিকল্পনাতেই নাকি আইসিসি কাঁচি চালিয়েছে বলে সূত্রের খবর। তবে তাতেও বিরাট জন্মদিন ঘিরে পরিকল্পনার সিরিজে তেমন ছেদ পড়ছে না। কারণ, সিএবির যে তিনটি পরিকল্পনা রয়েছে বিরাটের ৩৫ তম জন্মদিন ঘিরে, তাতে এখনও পর্যন্ত ‘না’ বলেনি আইসিসি। সিএবি কর্তারা প্রায় ৭০ হাজার বিরাটের মুখোশ তৈরি করছে দর্শকদের জন্য। রবিবাসরীয় ভারতের ম্যাচে গ্যালারি জুড়ে সেদিন শুধু থাকবেন বিরাট। এখনও এই পরিকল্পনা ‘অন’ রয়েছে।
দ্বিতীয় পরিকল্পনা কেক কাটা। যা হতে পারে দুই ইনিংসের মাঝে। সেই পরিকল্পনাও এখন চলছে সঠিক পথে। যা নিয়ে তোড়জোড়ও চলছে। আর, তৃতীয়- স্মারক। সিএবি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে বিরাটের জন্য বিশেষ স্মারক তৈরি করার। তাঁর জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখতে। প্রাথমিক পরিকল্পনা হিসেবে রয়েছে, একটি রৌপ্য স্মারক। তবে বিকল্প হিসেবে ভাবনা রয়েছে স্মারকের অন্য ডিজাইনের। যেখানে ব্যক্তি বিরাটের কোনও মুহূর্তকে রাখা হতে পারে। কারণ, জন্মদিন যে ভীষণই স্পেশাল। ভীষণই ব্যক্তিগত। তাই শুধু বিরাট কেন্দ্রিক স্মারক পরিকল্পনার পরিকল্পনা রয়েছে। তা দেওয়া হতে পারে কেক কাটিং অনুষ্ঠানের সময়। এই পরিকল্পনাতে এখনও লাল সংকেত দেয়নি আইসিসি।
বাকি? বাকি আর কিছু আয়োজনের সম্ভাবণা কম। আসলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে এত ব্যস্ততা, যে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি ৫ নভেম্বরের ম্যাচ নিয়ে। মঙ্গলবার ম্যাচ মেটার পরে ঠান্ডা মাথায় ৫ তারিখের পরিকল্পনায় বসবেন সিএবির শীর্ষকর্তারা। যা খবর, তাতে বুধবারই সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে বিরাট সেলিব্রেশনের।
