ICC World Cup: নেদারল্যান্ডসকে হারিয়েই পাকিস্তান ম্যাচের ভাবনায় বাটলার
ICC world cup 2023, Jos Buttler: বিশ্বকাপের জন্যই অবসর ভেঙে ওয়ান ডে ফরম্যাটে ফিরেছিলেন স্টোকস। বিশ্বকাপে শুরুর দিকে খেলতে পারেননি। দীর্ঘদিন ধরেই চোট রয়েছে তাঁর। একাদশে ফিরে স্টোকস ভালো পারফর্ম করলেও দল হিসেবে সাফল্য পাচ্ছিল না ইংল্যান্ড। এ বারের বিশ্বকাপে দ্বিতীয় জয়ে একটু হলেও আশার আলো ইংল্যান্ড শিবিরে। সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে তারা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনও ক্ষীণ ছিল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ে পরিস্থিতি বেশ কিছুটা উন্নতি হল।
পুনে: হারতে হারতে ক্লান্ত। হাসতে ভুলে গিয়েছিলেন ইংল্যান্ড ক্রিকেটাররা। অবশেষে হাসি ফুটল। টানা পাঁচটি হারের পর জয়ে ফিরল ইংল্যান্ড। প্রতিপক্ষ যেই হোক। ইংল্যান্ড যেন কিছুতেই আত্মবিশ্বাস পাচ্ছিল না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬০ রানের ব্যবধানে জয়। ব্যাটিংয়ে একটা সময় প্রবল চাপে ছিল নেদারল্যান্ডস। বেন স্টোকসের সেঞ্চুরি এবং ক্রিস ওকসের হাফসেঞ্চুরি। এই জুটিই ম্যাচে ফেরায় ইংল্যান্ডকে। বাকি দায়িত্ব ভালো ভাবেই পালন করে ইংল্যান্ড বোলাররা। অধিনায়ক জস বাটলার যেন অক্সিজেন পেলেন। ম্যাচ শেষে তেমনই মন্তব্য বাটলারের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল হার দিয়ে। দ্রুত ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা ছিল। দ্বিতীয় ম্যাচে জেতে তারা। এরপর থেকে টানা হারে অবাক করেছে ইংল্যান্ড। ইউরোপের দ্বৈরথে ডাচদের হারিয়ে জস বাটলার বলছেন, ‘জয়ের জন্য কতটা মরিয়া ছিলাম, ঠিক বোঝাতে পারব না। মালানের সৌজন্য়ে আমাদের শুরুটা ভালো হয়। তবে বেন স্টোকস ও ক্রিস ওকসের জুটিটা দুর্দান্ত হয়েছে। দল যখনই বিপদে পড়ে, একজন সবসময়ই ভরসা হয়ে ওঠে, সেটা বেন স্টোকস।’
বিশ্বকাপের জন্যই অবসর ভেঙে ওয়ান ডে ফরম্যাটে ফিরেছিলেন স্টোকস। বিশ্বকাপে শুরুর দিকে খেলতে পারেননি। দীর্ঘদিন ধরেই চোট রয়েছে তাঁর। একাদশে ফিরে স্টোকস ভালো পারফর্ম করলেও দল হিসেবে সাফল্য পাচ্ছিল না ইংল্যান্ড। এ বারের বিশ্বকাপে দ্বিতীয় জয়ে একটু হলেও আশার আলো ইংল্যান্ড শিবিরে। সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে তারা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনও ক্ষীণ ছিল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ে পরিস্থিতি বেশ কিছুটা উন্নতি হল।
বিশ্বকাপের লিগ পর্বে ইংল্যান্ডের শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। তেমনই চতুর্থ সেমিফাইনালিস্ট কে হবে, সেটাও কিন্তু নির্ভর করবে ইংল্যান্ড বনাম পাকিস্তানের সেই ম্যাচের ওপরই। কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে নামা প্রসঙ্গে বাটলার বলছেন, ‘বড় ম্যাচ। হতাশার একটি টুর্নামেন্টের শেষে একটু হলেও খুশি হতে পারছি।’