IPL 2023: ‘আমি বল করলে ৪০ এ অলআউট হত’, রাজস্থানকে কী বোঝাতে চাইলেন বিরাট?

Virat Kohli in IPL 2023 : চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১৮ রানে আউট হয়ে যান বিরাট। তাই অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫ থেকে ছিটকে গিয়েছেন তিনি। যদিও শেষ অবধি ১১২ রানের বিরাট ব্যবধানে জিতেছে আরসিবি।

IPL 2023: 'আমি বল করলে ৪০ এ অলআউট হত', রাজস্থানকে কী বোঝাতে চাইলেন বিরাট?
'আমি বল করলে ৪০ এ অলআউট হত', রাজস্থানকে কী বোঝাতে চাইলেন বিরাট?
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 8:05 PM

জয়পুর : চলতি আইপিএলের (IPL 2023) প্লে অফের দৌড়ে ট্র্যাফিক জ্যাম লেগে রয়েছে। আজ আমেদাবাদে আইপিএলের ৬২তম ম্যাচে মুখোমুখি গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফের আগে আর ৯টি ম্যাচ বাকি রয়েছে। রবিবার রাজস্থানের (Rajasthan Royals) ঘরের মাঠে সঞ্জু স্যামসনের দলকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি। জয়পুরে মাত্র ৫৯ রানে অলআউট হয়ে যায় পিঙ্ক আর্মি। আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোর করে বিরাটদের কাছে ১১২ রানের বড় ব্যবধানে হেরেছে আরসিবি। রাজস্থানকে হারানোর পর স্বাভাবিকভাবেই আরসিবির ড্রেসিংরুমে ছিল খুশির হাওয়া। কারণ, এই ম্যাচ জেতার ফলে নেট রানরেটে ব্যাঙ্গালোরের উন্নতি হয়েছে (-০.৩৪৫ থেকে +০.১৬৬)। আরসিবির সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ড্রেসিংরুমে আরসিবির ক্রিকেটাররা তাঁদের রিঅ্যাকশন শেয়ার করেছেন। সেখানেই এত কম রানে অলআউট হওয়ার জন্য রাজস্থানকে উল্লেখ করে কোহলি বলেন, ‘আমি বল করলে ৪০ এ অলআউট হত।’ বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আসলে রাজস্থানকে তাদের ঘরের মাঠে হারাতে পেরে আরসিবি শিবির বেশ খুশি হয়েছে। প্লে অফে টিকে থাকতে পারার জন্য ড্রেসিংরুমেও বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল বিরাট কোহলি, অনুজ রাওয়াত, ওয়েন পার্নেলস গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজদের। আরসিবির ড্রেসিংরুমের সেই মুহূর্ত ভিডিয়োর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেখানেই কোহলিকে বলতে দেখা গিয়েছে, ‘আমি যদি বোলিং করতাম, তা হলে ওরা ৪০ রানের মধ্যেই অলআউট হয়ে যেত।’ সেই সময় কোহলির মুখে হাসি ছিল। ফলে বোঝাই যায় আসলে তিনি মজা করেই এই কথা বলেছেন।

প্রসঙ্গত, বিরাট কোহলি ভালোই বল করতে পারেন। অনূর্ধ্ব-১৯ দলে বিরাট একটা সময় নিয়মিত বোলিং করতেন। এরপর সিনিয়র দলে সুযোগ পাওয়ার পরও বোলিং করতে দেখা যেত বিরাটকে। পরবর্তীতে ধীরে ধীরে বোলিং করা বন্ধ করে দেন বিরাট। শেষ বার বিরাটকে বল করতে দেখা গিয়েছিল ২০২২ সালের এশিয়া কাপে।