Cricket World Cup 2023: বিশ্বকাপেই আসল পরীক্ষা রোহিতের, বিরাট-দ্রাবিড়ের উদাহরণ দিচ্ছেন কে?
Gautam Gambhir On Rohit Sharma: ৮ অক্টোবর বিশ্বকাপে যাত্রা শুরু করছে ভারত। প্রথম ম্যাচই খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতকে বিশ্বকাপ জিততে হলে শুরু থেকে জয়ের ছন্দ খুঁজে নিতে হবে। রোহিতের টিমে যথেষ্ট ভারসাম্য আছে। কিন্তু সমস্য়া অন্যত্র। চোট প্রবণতা ভাবাচ্ছে প্রাক্তনদের। শ্রেয়স আইয়ার চোট থেকে বেরিয়ে আসছেন ধীরে ধীরে। অক্ষর প্যাটেল আবার চোটের কবলে। বিশ্বকাপের সময় এমন পরিস্থিতি তৈরি হলে কিন্তু সেরা টিম বাছতে গিয়ে চাপে পড়বে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
নয়াদিল্লি: এশিয়া কাপে (Asia Cup 2023) রোহিত শর্মা (Rohit Sharma) এখন সবচেয়ে সফল ক্যাপ্টেনদের অন্যতম। দ্বিতীয়বার কাপ জিতেছেন তিনি। তাঁর নেতৃত্বেই মোট ১০টা ম্যাচ জিতেছে ভারত। এমন সাফল্যে উজ্জ্বল যখন রোহিত, বিশ্বকাপের (World Cup 2023) আগে মনোবল তুঙ্গে থাকবে, বলাই বাহুল্য। কিন্তু দুর্বল শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া কতটা তাতিয়ে রাখবে ভারতকে? সেই প্রশ্নও উঠে যাচ্ছে। বিশ্বকাপের টিমগুলো কঠিন প্রতিপক্ষ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো টিমকে হারিয়ে খেতাবের স্বপ্ন জাগাতে হবে রোহিতকে। তা বেশ কঠিন কাজ, মেনে নিচ্ছেন প্রাক্তনরা। TV9Bangla Sportsএ বিস্তারিত।
বিশ্বকাপ যে কঠিন ঠাঁই, এর আগে ভারতের অনেক ক্যাপ্টেনই বুঝেছেন। গৌতম গম্ভীরের মতো প্রাক্তন কিন্তু মনে করিয়ে দিচ্ছেন, নেতা হিসেবে আসল পরীক্ষায় বসতে হবে রোহিতকে। গম্ভীর বলছেন, ‘ক্যাপ্টেন হিসেবে রোহিতকে নিয়ে কোনও দ্বিধা নেই। ওর নেতৃত্বে পাঁচবার আইপিএলের খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। অনেকে এমন আছে, যারা একবারও জেতেনি। কিন্তু রোহিতের আসল পরীক্ষা শুরু হতে চলেছে ১৫ দিন পর। ওর হাতে ১৫জন সেরা প্লেয়ার রয়েছে। কিন্তু তারা যদি নিজেদের সেরাটা দিতে না পারে, তা হলে কিন্তু প্রশ্ন তৈরি হবেই। বিরাট কোহলি এর আগে এমন পরিস্থিতির মুখে পড়েছে। ২০০৭ সালে রাহুল দ্রাবিড় এমন পরিস্থিতি দেখেছে। এ বারের বিশ্বকাপে ভারত যদি কিছু করতে না পারে, তা হলে কিন্তু রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। তবে এটাও মাথায় রাখতে হবে, ভারতীয় টিমের কিন্তু বিশ্বকাপ ফাইনালে ওঠার মতো মশলা আছে।’
৮ অক্টোবর বিশ্বকাপে যাত্রা শুরু করছে ভারত। প্রথম ম্যাচই খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতকে বিশ্বকাপ জিততে হলে শুরু থেকে জয়ের ছন্দ খুঁজে নিতে হবে। রোহিতের টিমে যথেষ্ট ভারসাম্য আছে। কিন্তু সমস্য়া অন্যত্র। চোট প্রবণতা ভাবাচ্ছে প্রাক্তনদের। শ্রেয়স আইয়ার চোট থেকে বেরিয়ে আসছেন ধীরে ধীরে। অক্ষর প্যাটেল আবার চোটের কবলে। বিশ্বকাপের সময় এমন পরিস্থিতি তৈরি হলে কিন্তু সেরা টিম বাছতে গিয়ে চাপে পড়বে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনিতেই ভারতীয় টিমের সিনিয়রদের কাছে এটা বড় পরীক্ষা। ভারত যদি ঘরের মাঠে বিশ্বকাপ জিততে না পারে, তা হলে অনেক সিনিয়রকেই জায়গা ছেড়ে দিতে হবে। রোহিত এ সব জানেন। যে কারণে বিশ্বকাপে তাঁর টিম যাতে সেরাটা দিতে পারে, সে ভাবেই সাজাচ্ছেন ছক।