মুম্বই: ধোনিকে (MS Dhoni) দেখে শিখুক পন্থ (Rishabh Pant)। বক্তার নাম বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ এ বারের আইপিএলে এখনও পর্য।ন্ত নিষ্প্রভ। একটা ম্যাচে ৪৪ ছাড়া ব্যাট হাতে সে ভাবে দেখা যায়নি এই উইকেটকিপার ব্যাটারকে। কয়েকটা ম্যাচে ভালো শুরু করেও, শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেননি। এমনকি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও ব্যাট হাতে রান পাননি পন্থ। এ বারের আইপিএলে ৭ ম্যাচে ১৮৮ রান করেছেন পন্থ। স্ট্রাইক রেট ১৫৪.১০। খারাপ সময় কাটিয়ে পন্থকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন বীরেন্দ্র সেওয়াগ। আর তার জন্য মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ করে এগনোর পরামর্শ বীরুর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উইকেটের পিছনে পন্থ সপ্রতিভ হলেও, ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন। কেকেআরকে দিল্লি হারালেও, একটা সময় একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। রভম্যান পাওয়েলের চওড়া ব্যাটে ভর করেই কেকেআরকে হারাতে সক্ষম হয় দিল্লি।
এক সাক্ষাৎকারে পন্থের উদ্দেশ্যে সেওয়াগের বার্তা, ‘দিল্লি ক্যাপিটালসের অন্যতম স্তম্ভ ঋষভ পন্থ। ওপেনাররা রান করলেও, মিডল অর্ডারে এসে ওর রান করাটা জরুরি। ও যদি ধোনির ফ্যান হয়, তা হলে মাহিকে দেখে শিখুক। শেষ ওভারে ২০ থেকে ২৫ রান করার ক্ষমতা আছে পন্থের মধ্যে। তবে সেই জন্য শেষ ওভার পর্যন্ত ক্রিজে টিকে থাকতে হবে ওকে।’
ধোনির মতোই পন্থকে শেষ ওভার পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জেতানোর বার্তা দিচ্ছেন বীরেন্দ্র সেওয়াগ। কয়েক দিন আগেই মেজাজ হারিয়ে শিরোনামে এসেছিলেন পন্থ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ওভারে নো বলকে কেন্দ্র করে মেজাজ হারিয়েছিলেন দিল্লির অধিনায়ক। তার জন্য ম্যাচ ফি-ও কাটা হয় পন্থের। কেকেআরের বিরুদ্ধে মাত্র ২ রানে আউট হন দিল্লির অধিনায়ক। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: Pakistan Cricket: ক্রিকেটের কী লাভ হয়েছে, ইমরান খানকে তোপ মিসবার