AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: ক্রিকেটের কী লাভ হয়েছে, ইমরান খানকে তোপ মিসবার

ইমরানের খানের আমলে আর যাই হোক না কেন, ক্রিকেটের কোনও উন্নতি হয়নি। উল্টে ঘন ঘন পিসিবির চেয়ারম্যান বদলে দেশের ক্রিকেটকে আরও কোণঠাসা করে ফেলেছিলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন মিসবা।

Pakistan Cricket: ক্রিকেটের কী লাভ হয়েছে, ইমরান খানকে তোপ মিসবার
ইমরানকে নিয়ে মন্তব্য মিসবার। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Apr 29, 2022 | 3:30 PM
Share

করাচি: প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) কি তুঘলকী শাসন চালাতেন? পাক ক্রিকেট বোর্ডের (PCB) খোলনলচে পাল্টে ফেলেছিলেন। যা দেখে মিসবা উল হকের (Misbah-ul-Haq) মতো কেউ কেউ ইমরানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন। অবশ্য তিনি ক্ষমতায় থাকাকালীন কেউই তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি। প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগের পরই বিরোধীরা একে একে তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। প্রাক্তন পাক অধিনায়ক ও কোচ মিসবাও সেই দলের কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছে। তবে ইমরান যে পিসিবিতে ব্যাপক বুলডোজার চালিয়েছিলেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধু তাই নয়, পাকিস্তানের সার্বিক খেলার প্রতি সেই অর্থে উদাসীন ছিলেন ইমরান, এমন অভিযোগও উঠছে।

ক্রিকেট ছাড়ার পর পাকিস্তানের সিনিয়র টিমের কোচ হয়েছিলেন মিসবা। কিন্তু পিসিবির সঙ্গে মতের অমিল হওয়ায় সরে দাঁড়িয়েছিলেন। পাক ক্রিকেট বোর্ড যে ইমরানের নির্দেশের নিয়ন্ত্রিত হত, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেই মিসবা বলছেন, ‘পাকিস্তান ক্রিকেটকে ঠিকঠাক পথে চালানোর জন্য একটা বদল যে দরকার, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেই সঙ্গে আমাদের দেশীয় ক্রিকেটের প্রয়োজনটাও অনুভব করতে হবে। গত তিন বছর কিন্তু ক্রিকেটে কোনও পরিবর্তন বা উন্নতি হয়নি। অন্য খেলাগুলোতেও কিছু হয়নি। তা হলে সামগ্রিক ছবিটা কী দাঁড়াল? কোনও লাভের লাভ হয়ইনি। ক্রিকেটের দিকে তাকালে বোঝা যাবে, বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য টিম বানিয়েছিল। কিন্তু প্রশাসনিক সমস্যার কারণে খেলাই হল না।’

রামিজ রাজা পিসিবির চেয়ারম্যান হওয়ার পর ঘরোয়া ক্রিকেটের কাঠামো বদলাতে চাইছেন। যাতে ঘরোয়া ক্রিকেট থেকে নতুন প্রতিভা তুলে আনা যেতে পারে। মিসবার কিন্তু মনে হচ্ছে, চেয়ারম্যান যেই হোন না কেন, লাভের লাভ কিছু হবে না। ‘যেই চেয়ারম্যান হোক না পিসিবির, দেশের ক্রিকেটকে ঠিক পথে চালানোর জন্য একটা নির্দিষ্ট ভিশন থাকা উচিত। আমার তো মনে হয়, সিস্টেম বদলানোর দরকার নেই। দরকার ক্রিকেট ভাবনাটা বদলানোর।’

আরও পড়ুন: Premier League: ব্লুজদের বিরুদ্ধে ম্যান ইউয়ের ত্রাতা রোনাল্ডো