Premier League: ব্লুজদের বিরুদ্ধে ম্যান ইউয়ের ত্রাতা রোনাল্ডো

ইপিএলের (EPL) শেষ চারের লক্ষ্য নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও চেলসি (Chelsea)। শেষ অবধি ১-১ গোলে ড্র দিয়ে শেষ হয়েছে ম্যান ইউ ও ব্লুজদের দ্বৈরথ। চেলসির বিরুদ্ধে নামার আগে পরপর দুটো ম্যাচে হেরেছিল ম্যান ইউ। ফলে এই ম্যাচ ড্র হলেও কিছুটা স্বস্তি দিল রোনাল্ডোদের।

| Edited By: | Updated on: Apr 29, 2022 | 12:37 PM
ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে চেলসি। তবে শেষ অবধি ম্যান ইউয়ের ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে চেলসি। তবে শেষ অবধি ম্যান ইউয়ের ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

1 / 4
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় কাই হাভার্টজের পাস থেকে চেলসিকে এগিয়ে দেন মার্কোস আলোন্সো।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় কাই হাভার্টজের পাস থেকে চেলসিকে এগিয়ে দেন মার্কোস আলোন্সো।

2 / 4
তবে ২ মিনিটের মধ্যে ম্যান ইউকে সমতায় ফেরান রোনাল্ডো। নেমান্জা ম্যাটিকের পাস থেকে ৬২ মিনিটে গোল করেন সিআর সেভেন।

তবে ২ মিনিটের মধ্যে ম্যান ইউকে সমতায় ফেরান রোনাল্ডো। নেমান্জা ম্যাটিকের পাস থেকে ৬২ মিনিটে গোল করেন সিআর সেভেন।

3 / 4
 ইপিএলে পর পর দুই ম্যাচে হেরে চেলসির বিরুদ্ধে নেমেছিল ম্যান ইউ। তবে ওল্ড ট্র্যাফোর্ডে জয় পেলেন না ব্রুনো ফের্নান্ডেজরা। ড্র করে মাঠ ছাড়লেন মার্কাস রাশফোর্ডরা।

ইপিএলে পর পর দুই ম্যাচে হেরে চেলসির বিরুদ্ধে নেমেছিল ম্যান ইউ। তবে ওল্ড ট্র্যাফোর্ডে জয় পেলেন না ব্রুনো ফের্নান্ডেজরা। ড্র করে মাঠ ছাড়লেন মার্কাস রাশফোর্ডরা।

4 / 4
Follow Us: