Premier League: ব্লুজদের বিরুদ্ধে ম্যান ইউয়ের ত্রাতা রোনাল্ডো
ইপিএলের (EPL) শেষ চারের লক্ষ্য নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও চেলসি (Chelsea)। শেষ অবধি ১-১ গোলে ড্র দিয়ে শেষ হয়েছে ম্যান ইউ ও ব্লুজদের দ্বৈরথ। চেলসির বিরুদ্ধে নামার আগে পরপর দুটো ম্যাচে হেরেছিল ম্যান ইউ। ফলে এই ম্যাচ ড্র হলেও কিছুটা স্বস্তি দিল রোনাল্ডোদের।
Most Read Stories