AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাবার মতো ৫০ শতাংশ হলেও…’, সচিনপুত্র অর্জুনকে নিয়ে মন্তব্য কপিল দেবের

Kapil Dev on Arjun Tendulkar: এ বার ভারতের ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের মুখেও সচিনপুত্রের কথা। তবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব (Kapil Dev) পরিষ্কার জানিয়ে দিলেন অর্জুনের কী করা উচিত।

‘বাবার মতো ৫০ শতাংশ হলেও...’, সচিনপুত্র অর্জুনকে নিয়ে মন্তব্য কপিল দেবের
'বাবার মতো ৫০ শতাংশ হলেও'... সচিনপুত্র অর্জুনকে নিয়ে মন্তব্য কপিল দেবের
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 5:33 PM
Share

নয়াদিল্লি: ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) নিয়ে রীতিমতো আলোচনা চলছেই। ৩০ লক্ষ টাকা দিয়ে আইপিএল-২০২২ (IPL 2022) এর নিলাম থেকে অর্জুনকে কিনে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে ২০২২ সালের আইপিএলেও তাঁর অভিষেক হয়নি। যে কারণে তাঁর একাধিক সমর্থক হতাশ হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সে হৃত্বিক শোকিন থেকে শুরু করে কুমার কার্তিয়েকর মতো একাধিক তরুণ ক্রিকেটার প্রথম একাদশে থাকার সুযোগ পেলেও সচিনপুত্রের শিকে ছেঁড়েনি। এ বার ভারতের ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের মুখেও সচিনপুত্রের কথা। তবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব (Kapil Dev) পরিষ্কার জানিয়ে দিলেন অর্জুনের কী করা উচিত।

প্রথমত কপিল দেব পরিষ্কার বলেন, তেন্ডুলকর পদবিটা অর্জুনকে বাড়তি চাপে রাখে। যা নিয়ে কম ভাবতে হবে অর্জুনকে। ‘আনকাট’ নামক অনুষ্ঠানে কপিল দেল বলেন, “সচিন তেন্ডুলকরের ছেলে বলেই কি সবাই অর্জুনকে নিয়ে বেশি কথা বলে? অর্জুনকে ওর নিজের মতো খেলতে দিন। সচিনের সঙ্গে ওর তুলনা করবেন না। তেন্ডুলকর পদবিটা ওর সঙ্গে জুড়ে গিয়েছে বলে এর সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে। বাবার নামের চাপ সামলাতে না পেরে যেমন ডন ব্র্যাডম্যানের ছেলে নিজের নাম পরিবর্তন করে নিয়েছিল। নিজের পদবি ব্র্যাডম্যান ও ছেড়ে দিয়েছিল, কারণ সবাই ভেবেছিল ডনের ছেলেও হবে ডনের মতোই।”

একইসঙ্গে কপিল দেব আরও বলেন, “অর্জুনের ওপর চাপ দেবেন না। ও একজন তরুণ। মহান সচিন যখন ওর বাবা, আমরা ওকে নিয়ে বলার কে? তবে আমি অর্জুনকে একটা কথাই বলব, ও নিজের খেলাটা উপভোগ করুক। কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। ও যদি ওর বাবার ৫০ শতাংশও হতে পারে, তা হলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আর সত্যি বলতে কি তেন্ডুলকর নামটা এলেই আমাদের সকলের প্রত্যাশা বেড়ে যায়, কারণ সচিন এতোটাই মহান ক্রিকেটার ছিল।”