Shoaib Akhtar: ‘আমি তোমায় মেরে ফেলব…’, কাকে খুনের হুমকি দিয়েছিলেন শোয়েব আখতার?

পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার ২২ গজে একাধিক সময় বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের গতি সামলাতে হিমশিম খেতে হয়েছে একাধিক ব্যাটারদের। তাঁর অবসরের পর ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগের মতো বিধ্বংসী ক্রিকেটারও জানান তাঁদের কেরিয়ারে মোকাবিলা করা অন্যতম কঠিন বোলার ছিলেন শোয়েব আখতার।

Shoaib Akhtar: 'আমি তোমায় মেরে ফেলব...', কাকে খুনের হুমকি দিয়েছিলেন শোয়েব আখতার?
Shoaib Akhtar: 'আমি তোমায় মেরে ফেলব... হয় মাঠে, নয় হোটেলে', কাকে খুনের হুমকি দিয়েছিলেন শোয়েব আখতার? Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 8:15 AM

নয়াদিল্লি: ২২ গজে দু’টো দল যখনই মুখোমুখি হয় ২২ জন ক্রিকেটারই চান তাঁর দেশ জিতুক। বিভিন্ন ক্রিকেট ম্যাচে ব্যাটে-বলে যেমন ধুন্ধুমার দেখা যায়, তেমনই নজরে পড়ে বাকযুদ্ধও। পাকিস্তানের (Pakistan) প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার (Shoaib Akhtar) ২২ গজে একাধিক সময় বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের গতি সামলাতে হিমশিম খেতে হয়েছে একাধিক ব্যাটারদের। তাঁর অবসরের পর ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগের মতো বিধ্বংসী ক্রিকেটারও জানান তাঁদের কেরিয়ারে মোকাবিলা করা অন্যতম কঠিন বোলার ছিলেন শোয়েব আখতার। সম্প্রতি শোয়েব এক ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, এক বার তাঁর বিরুদ্ধে আগ্রাসণ দেখানো এক ক্রিকেটারকে তিনি মাঠে খুন করার হুমকি দিয়েছিলেন। কে সেই ক্রিকেটার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২২ গজে গতির আগুন ঝরানো শোয়েব আখতারকে এক ম্যাচে কিউয়ি তারকা ব্রেন্ডন ম্যাকালাম আগ্রাসণ দেখিয়েছিলেন। সেই ম্যাচে ম্যাকালামের সঙ্গে তুমুল বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন শোয়েব। ‘Wake up with Sorabh’ ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘এক ম্যাচে ম্যাকালাম আমার বিরুদ্ধে ভালো খেলেছিল। তখন ওকে গিয়ে জিজ্ঞাসা করি তোমার দৃষ্টিশক্তি ভালো? উত্তরে ও হ্যাঁ বলে। এবং কারণ জানতে চায়। তাতে আমি ওকে বলি তোমার কি আমাকে শোয়েব মালিকের মতো লাগছে? আমি তোমাকে বিমার ছুড়ে মারব। তোমাকে মেরে ফেলব। আর এখানে সেটা না পারলে, হোটেলে ফিরে অবশ্যই তোমাকে মেরে ফেলব।’

হাসতে হাসতে পুরনো দিনের স্মৃতি তুলে ধরেছেন শোয়েব। পাক তারকা বিশ্বমানের বোলার। কিন্তু হাঁটুর চোট তাঁর কেরিয়ারে বিরাট প্রভাব ফেলেছিল। তিনি বিশ্বাসী হাঁটুর এই চোট না হলে, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জোরে বোলার হিসেবে শিখরে থাকতেন। উল্লেখ্য, ২০২৩ সালে তাঁর হাঁটু প্রতিস্থাপন হয়েছে। এ ছাড়া হাঁটুর ১২টি অপারেশন হয়েছে। তারপরও ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা কমেনি। এখনও তাঁর ডেলিভারি যে কাউকে চমকে দেয়।