AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tahir on Ashwin: চ্যাম্পিয়ন হয়ে অশ্বিনকে ধন্যবাদ তাহিরের! কিন্তু কেন?

Caribbean Premier League: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা লেগস্পিনার ইমরান তাহির বলেন, 'এরকম একটা ফ্র্যাঞ্চাইজি টিমের হয়ে খেলা, এত সুন্দর সমর্থন, দারুণ অনুভূতি। প্রতিযোগিতা শুরুর আগে অনেকেই মজা করেছিল। আমাকে কেন ক্যাপ্টেন করা হয়েছে, এই নিয়ে বিদ্রুপ করা হয়েছিল। আমার এখন মনে হয়, এই বিদ্রুপ বা মজাগুলোই যেন প্রেরণা জুগিয়েছে। যারা আমাকে মজার বার্তা পাঠিয়েছিলেন, সকলকে ধন্যবাদ জানাতে চাই। একটা দুর্দান্ত সফর, আমার পরিবারের প্রতিও কৃতজ্ঞ।'

Tahir on Ashwin: চ্যাম্পিয়ন হয়ে অশ্বিনকে ধন্যবাদ তাহিরের! কিন্তু কেন?
Image Credit: X
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 12:05 AM
Share

গায়ানা: রবিচন্দ্রন অশ্বিন শুধু উইকেটই নিতে পারেন! নাহ, তিনি ভবিষ্যৎও দেখতে পারেন। অন্তত ইমরান তাহিরের কথা শুনে তাই মনে হয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ক্যাপ্টেন ইমরান তাহির। তাঁর টিম চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে। তাঁকে ক্যাপ্টেন করা নিয়ে অনেকেই মজা করেছিলেন। তাঁদের বিদ্রুপেরও যোগ্য জবাব দিয়েছেন। চ্যাম্পিয়ন হওয়াটাই যেন এর যোগ্য জবাব। তবে আরও আকর্ষণ বাড়ে, রবিচন্দ্রন অশ্বিনকে ধন্যবাদ জানান ইমরান তাহির। কিন্তু কেন হঠাৎ ভারতের স্পিনারকে ধন্যবাদ জানালেন! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা লেগস্পিনার ইমরান তাহির বলেন, ‘এরকম একটা ফ্র্যাঞ্চাইজি টিমের হয়ে খেলা, এত সুন্দর সমর্থন, দারুণ অনুভূতি। প্রতিযোগিতা শুরুর আগে অনেকেই মজা করেছিল। আমাকে কেন ক্যাপ্টেন করা হয়েছে, এই নিয়ে বিদ্রুপ করা হয়েছিল। আমার এখন মনে হয়, এই বিদ্রুপ বা মজাগুলোই যেন প্রেরণা জুগিয়েছে। যারা আমাকে মজার বার্তা পাঠিয়েছিলেন, সকলকে ধন্যবাদ জানাতে চাই। একটা দুর্দান্ত সফর, আমার পরিবারের প্রতিও কৃতজ্ঞ।’

এই ধন্যবাদ জ্ঞাপনের মাঝেই উঠে এল রবিচন্দ্রন অশ্বিন প্রসঙ্গও। বাকিরা মজা করলেও অশ্বিন নাকি ভবিষ্যদ্বাণী করেছিলেন তাঁর দল চ্যাম্পিয়ন হবে! তাহিরই খোলসা করলেন সেই তথ্য। বলছেন, ‘টিমের অ্যানালিস্ট প্রসন্নকে অনেক ধন্যবাদ। প্রচুর পরিশ্রম করেছে। কার্যত দিনে ২০ ঘণ্টা কাজ করত ও। আমাকে পরিকল্পনা গড়তে সাহায্য করেছে। ওর প্রতি আমি কৃতজ্ঞ। আর একজনকে ধন্যবাদ না জানালেই নয়। অশ্বিনকে বিশেষ ধন্যবাদ। প্রতিযোগিতার শুরুতে ও বলেছিল, আমরা পারব।’

লিগ টেবলে শীর্ষেই ছিল অ্যামাজন ওয়ারিয়র্স। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে বড় রকমের ধাক্কা খায় ইমরান তাহিরের টিম। নাইট রাইডার্সের কাছে হারে তারা। ফাইনালে সেই নাইটদের হারিয়েই চ্যাম্পিয়ন অ্যামাজন।