ICC World Cup 2023: না থেকেও তামিম ‘থাকলেন’ ইডেনে

Tamim Iqbal: বিশ্বকাপের দল থেকে তামিম বাদ পড়ার পর জাতীয় খলনায়ক হয়ে উঠেছেন সাকিব আল হাসান থেকে বিসিবি কর্তারা। তামিম রেশ এখনও চলছে। তার কারণ, অবশ্যই চলতি বিশ্বকাপের বাংলাদেশের ফর্ম। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে তামিম যেন না থেকেও থাকলেন ইডেনে।

ICC World Cup 2023: না থেকেও তামিম 'থাকলেন' ইডেনে
না থেকেও তামিম 'থাকলেন' ইডেনে (ছবি-রক্তিম ঘোষ)
Follow Us:
| Updated on: Oct 29, 2023 | 1:21 PM

রক্তিম ঘোষ

কলকাতা: বাংলাদেশ ক্রিকেটের বর্তমান কাঁটার নাম যদি হয় সাকিবের বিশ্বকাপের (ICC World Cup) মাঝপথে দেশে ফেরা। তবে সাম্প্রতিক অতীতের কাঁটার নাম অবশ্যই তামিম ইকবাল (Tamim Iqbal)। চোখ বন্ধ করে বলে দেবে বাংলাদেশের (Bangladesh) বাচ্চা থেকে বুড়ো-সবাই।

বিশ্বকাপের দল থেকে তামিম বাদ পড়ার পর জাতীয় খলনায়ক হয়ে উঠেছেন সাকিব আল হাসান থেকে বিসিবি কর্তারা। তামিম রেশ এখনও চলছে। তার কারণ, অবশ্যই চলতি বিশ্বকাপে বাংলাদেশের ফর্ম। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে তামিম যেন না থেকেও থাকলেন ইডেনে। শনিবাসরীয় ইডেনের ম্যাচ দেখতে হাজির বেশ কয়েকজন বাংলাদেশের সমর্থক। দুপুর ৩টের সময় ইডেনে দর্শক সংখ্যা ছিল ১০ হাজারের কিছু বেশি। পুলিশি সূত্রে তেমনই তো খবর। মানে ইডেনের আসনসংখ্যা ছয় ভাগের এক ভাগ ভরেছে শনিবার বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে। তাও ম্যাচ শুরুর পরে। যার মধ্যে সিংহভাগ দর্শক এসেছেন পদ্মাপাড় থেকে। সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে কলকাতার ক্রিকেটপ্রেমী। আর নেদারল্যান্ডসের সমর্থক সংখ্যা? কলকাতার পাঁচ তলা ফ্ল্যাটেও আবাসিক সংখ্যা তার থেকে বেশি থাকে।

Netherlands fan

ইডেনে ডাচ সমর্থকরা। (ছবি-রক্তিম ঘোষ)

ধর্মতলা থেকে ইডেনমুখী রাস্তায় শনিবার দুপুর থেকে ব্যাঘ্রগর্জন শোনা গেল। ‘বাংলাদেশ, বাংলাদেশ’। ফুটপাথ জুড়ে জার্সি বিক্রিতে দেখা গেল বাংলাদেশের জার্সির ছড়াছড়ি। দেদার বিকিকিনিও চলছে। ওপার বাংলার অনেক সমর্থকই কলকাতা থেকে কিনলেন তাঁদের ক্রিকেট দলের জার্সি। বেশিরভাগ জার্সিতে নাম সাকিব আল হাসানের। আর দ্বিতীয় স্থানে লিটন দাসের নাম। কেকেআরের বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের জার্সির কাটতিও খুব কম নয়। সারি সারি সাকিব নামধারী জার্সিওয়ালাদের সাথে ইডেনমুখী হতেই অন্য চিত্র, একেবারে ইডেনের সামনে। কুমিল্লার থেকে আসা এক সমর্থকের হাতে প্ল্যাকার্ড। উপরে লেখা তামিম, নীচে লেখা মাশরাফি। মাঝে ভালবাসার লাল চিহ্ণ। দুদিকে লেখা ‘এইচ’ আর ‘আর’। ২ ক্রিকেটার তো কেউই আজ ইডেনে নেই। তাহলে এই দুই ক্রিকেটারের নাম নিয়ে প্ল্যাকার্ড? উক্ত সমর্থক অবশ্য বিতর্ক এড়িয়ে গেলেন। বললেন তাঁর ও তাঁর স্ত্রীয়ের দুই পছন্দের ক্রিকেটার হলেন তামিম ইকবাল ও মাশরাফি মোর্তাজা। ‘এইচ’ আর ‘আর’মানে তাঁর ও তাঁর স্ত্রীর নামের আদ্যঅক্ষর। এই ২ ক্রিকেটারের প্রতি ভালবাসা জানান দিতেই এই প্ল্যাকার্ড।

India and Bangladesh flag

ইডেন চত্বরে ভারত-বাংলাদেশ পতাকা পাশাপাশি। (ছবি-রক্তিম ঘোষ)

তামিম নেই ,আফশোস রয়েছে? কুমিল্লার সেই দর্শকের ছোট্ট কথা, ‘একটু তো রয়েইছে’। সেই মন খারাপের চিঠি আজ প্ল্যাকার্ড হয়ে দেখা দিল ইডেনের গ্যালারিতে। যাঁকে নিয়ে এত আবেগ, এত ভালবাসা-সত্যি তো তিনি কোথায়? খোঁজ নিয়ে জানা গেল, পরিবার নিয়ে এখন দুবাইতে ছুটি কাটাচ্ছেন তামিম ইকবাল। ক্রিকেট থেকে শারীরিকভাবে অনেক দূরে। কিন্তু মানসিকভাবে? বাংলাদেশের খেলার সময় কী তিনি টিভির পর্দায় চোখ রাখছেন না?হয়ত রাখছেন। হয়ত বা বিষাদ মনকে আরও বিষাদময় করবেন না বলে রাখছেন না। কিন্তু তিনি আছেন ইডেনে। শনিবার বাংলাদেশের সেই সমর্থকের হাতের প্ল্যাকার্ডটা যে তারই নিশান।