AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup 2023: এক ম্যাচ পরই বাদ অশ্বিন, বিরাটদের বড় রানের লক্ষ্য দিতে চায় আফগানরা

IND vs AUS: জোড়া ম্যাচ জিতে শনিবার বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায় ভারত। টুর্নামেন্টের শুরুটা মেন ইন ব্লুর ভালো হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ জিতে আজ দ্বিতীয় ম্যাচে আফগানদের মুখোমুখি ভারত। টস ভাগ্য প্রথম ম্যাচেও সঙ্গ দেয়নি রোহিতের। আজও দিল না।

ICC World Cup 2023: এক ম্যাচ পরই বাদ অশ্বিন, বিরাটদের বড় রানের লক্ষ্য দিতে চায় আফগানরা
ICC World Cup 2023: এক ম্যাচ পরই বাদ অশ্বিন, বিরাটদের বড় রানের লক্ষ্য দিতে চায় আফগানরা Image Credit: Twitter
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 3:19 PM
Share

নয়াদিল্লি: অরুণ জেটলি স্টেডিয়াম গমগম করছে ভারতের দর্শকে। থিকথিকে ভিড়ে চোখে পড়ছে একের পর এক দর্শকের গায়ে ১৮ নম্বর ও বিরাট লেখা জার্সি। বিরাট কোহলিও মুখিয়ে রয়েছেন নিজের নামের প্যাভিলিয়নের সামনে খেলার জন্য। জোড়া ম্যাচ জিতে শনিবার বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায় ভারত (India)। টুর্নামেন্টের শুরুটা মেন ইন ব্লুর ভালো হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বিশ্বকাপে (ICC World Cup) নিজেদের প্রথম ম্যাচ জিতে আজ দ্বিতীয় ম্যাচে আফগানদের মুখোমুখি ভারত। টস ভাগ্য প্রথম ম্যাচেও সঙ্গ দেয়নি রোহিতের। আজও দিল না। দিল্লিতে ভারতের বিরুদ্ধে টস জিতলেন আফগানিস্তানের (Afghanistan) অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি। প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতের একাদশে আজ একটিই পরিবর্তন। এক ম্যাচ পরই বাদ পড়লেন রবিচন্দ্রন অশ্বিন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন দুই দলের একাদশ।

টস জিতে আফগান ক্যাপ্টেন হসমতউল্লাহ শাহিদি বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। উইকেট ভালো লাগছে। প্রথমে ব্যাট করে যে রান করব তাতে ভারতকে আটকানোর জন্য আমাদের ভালো বোলিং বিভাগ রয়েছে। ভারতের এক শহর থেকে অন্য শহরে সফর উপভোগ করছি আমরা। একই টিম নিয়ে খেলব। আমরা ব্যাট হাতে ঘুরে দাঁড়াতে চাই।’

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা রান তাড়া করতে চাই। ফলে টস জিতলে ফিল্ডিং বাছতাম। অনুশীলনের সময় গতকাল রাতে শিশির দেখেছি। মনে হয় না পরের দিকে উইকেটে খুব পরিবর্তন হবে বলে। আমাদের ভালো বল করতে হবে এবং ব্যাটিংও ভালো করতে হবে। গত ম্যাচে আমরা শুরুর দিকে চাপে পড়েছিলাম। কিন্তু কেএল ও কোহলি দারুণ ব্যাট করছিল। ম্যাচটা আমাদের জন্য দারুণ ছিল। আশা করি সেই পারফরম্যান্স আমরা ধরে রাখতে পারব। অশ্বিনের জায়গায় আজ একাদশে শার্দূল ঠাকুর এসেছে।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিন একটি উইকেট নিয়েছিলেন। কিন্তু এত তাড়াতাড়ি তাঁর উপর ভরসা হারিয়ে ফেলল টিম ম্যানেজমেন্ট? প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈষান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।

আফগানিস্তানের একাদশ – রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মহম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নবীন উল হক।