Virat Kohli: দেওয়ালে পিঠ? ফলোঅন এড়ানোর লড়াইয়ে টিম, বিরাট কোহলি ‘চিকিৎসায়’

India vs Australia 3rd Test: শুরু থেকে পয়েন্ট টেবলের শীর্ষেই ছিল। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে ক্লিন সুইপ হওয়ার ফলে চাপ বেড়েছে। পারথ টেস্ট জিতে ফের দুর্দান্ত জায়গায় ছিল ভারত। অ্যাডিলেডে হার, ব্রিসবেনে কঠিন লড়াই। এই টেস্ট হারলে লড়াই আরও কঠিন।

Virat Kohli: দেওয়ালে পিঠ? ফলোঅন এড়ানোর লড়াইয়ে টিম, বিরাট কোহলি চিকিৎসায়
Image Credit source: PTI

Dec 17, 2024 | 11:52 AM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে ভারতের তাতে খুব বেশি লাভ হয়নি। পয়েন্ট টেবলে শীর্ষস্থানে দক্ষিণ আফ্রিকায়। তারা আর একটি টেস্ট জিতলেই ফাইনাল নিশ্চিত করবে। সেক্ষেত্রে আর একটি মাত্র স্পট খালি থাকবে। অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে লড়াইয়ে শ্রীলঙ্কাও। একটি স্পট, তিন দল। আপাতত দেওয়ালে পিঠ ঠেকে রয়েছে ভারতের। ব্রিসবেনে চতুর্থ দিন ফলোঅন এড়ানোর লড়াইয়ে টিম। বিরাট কোহলি ছুটলেন রোগ সারাতে!

উদ্বোধনী সংস্করণের পর গত বারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। এ বারও শুরু থেকে পয়েন্ট টেবলের শীর্ষেই ছিল। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে ক্লিন সুইপ হওয়ার ফলে চাপ বেড়েছে। পারথ টেস্ট জিতে ফের দুর্দান্ত জায়গায় ছিল ভারত। অ্যাডিলেডে হার, ব্রিসবেনে কঠিন লড়াই। এই টেস্ট হারলে লড়াই আরও কঠিন। অন্তত ড্র করতে পারলেও ঠিক আছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হতে পারে ভারতকে। তার আগে দুর্বলতা শুধরে নেওয়ার মরিয়া চেষ্টায় সমালোচনায় ঘিরে থাকা বিরাট কোহলি।

পারথে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এরপর টানা তিন ইনিংসে ব্যর্থ। অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট উপহার দিয়েছেন। ম্যাচের চতুর্থ দিন তাই হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর ও থ্রো ডাউন স্পেশালিস্টদের নিয়ে নেটে দীর্ঘ সময় প্রস্তুতিতে বিরাট কোহলি। বর্তমানে কোনও টিমই ফলো অন করানো পছন্দ করে না। তবে আবহাওয়া এবং এই ম্যাচের যা পরিস্থিতি, তাতে সুযোগ পেলে ভারতকে ফলো অন করানোর প্রবল সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। এই ম্যাচ যাতে অন্তত ড্র করা যায়, তার জন্য লড়তে হবে। রোগ সারিয়ে দ্বিতীয় ইনিংসে ভরসা দিতে মরিয়া বিরাট কোহলি।