KL Rahul : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল; ঋষভের সেরা বিকল্প কি রাহুল?

IND vs AUS, WTC : একজনকে খেলানো হলে একাদশে জায়গা পাবেন রবীন্দ্র জাডেজা। দুই স্পিনার হলে, অশ্বিনও থাকবে। খুব বেশি টার্ন না হলে তাদের বোলিংয়ে কিপিং করতে রাহুলের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।

KL Rahul : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল; ঋষভের সেরা বিকল্প কি রাহুল?
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2023 | 8:30 AM

মুম্বই : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জিতেছে ভারত। সদ্য বর্ডার-গাভাসকর ট্রফি জেতার পর এ বার নজরে ওডিআই সিরিজ। কিন্তু সফর এখানেই শেষ নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টানা দ্বিতীয় বার ফাইনালে উঠেছে ভারত। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এ বার আরও একটা সুযোগ এসেছে আইসিসি ট্রফির খরা কাটানোর। তবে কাজটা সহজ নয়। দলের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা অনির্দিষ্টকালের জন্য় মাঠের বাইরে। তেমনই টেস্ট স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য় ঋষভ পন্থও গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত। তাঁরও মাঠে ফিরতে অনেকটা সময় লাগবে। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ভারতের বেশ কিছু বিষয়ে চিন্তা থাকবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋষভ পন্থের সেরা বিকল্প কে হতে পারেন? রিপোর্ট TV9Bangla-য়।

ঋষভ পন্থের বিকল্প হয়তো ঋষভ নিজেই। বাস্তবটা হল, বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে তাঁকে পাওয়া যাবে না। ফলে বিকল্প ভাবতেই হবে। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে কিপিং করেছেন কোনা শ্রীকার ভরত। দীর্ঘ সময় ধরেই টেস্ট স্কোয়াডে ছিলেন ভরত। অভিষেক হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফিতেই। কিপিং দক্ষতার দিক থেকে তাঁকে হয়তো রাখাই যায়। কিন্তু ব্য়াটিংয়ে? বর্তমান ক্রিকেটে কিপার-ব্যাটারের চেয়ে, ব্যাটার-কিপারের গুরুত্ব বেশি। আগের মতো টেস্ট ক্রিকেট এখন আর স্পেশালিস্ট কিপার নির্ভর নয়। বরং এমন একজন কিপার খোঁজা হয়, যার ব্য়াটের হাতও ভালো। সেদিক থেকে শ্রীকার ভরতকে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে সেরা বিকল্প বলা যায় না। বিশেযত, ম্য়াচটা যেহেতু লন্ডনের ওভালে। সেখানে সুইংয়ের কন্ডিশনে তাঁর ব্য়াটিংয়ে ভরসা করার মতো পরিস্থিতি এখনও আসেনি। এখানেই হয়তো ভাবনায় আসতে পারেন লোকেশ রাহুল। সার্বিক অভিজ্ঞতা এবং ইংল্য়ান্ডের মাটিতেও খেলার দিক থেকে তাঁকে ভাবা যেতেই পারে।

হঠাৎ কেন রাহুল অঙ্কে? সদ্য় সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিই হোক কিংবা তার আগের সিরিজ, ফর্মের ধারে কাছে ছিলেন না রাহুল। সমালোচনায় জর্জরিত হচ্ছিলেন। তাঁর কেরিয়ারেই শুধু নয়, প্রতিটি ক্রিকেটারের কেরিয়ারেই এমন পরিস্থিতি এসেছে। সেখান থেকে অনেকে ঘুরে দাঁড়িয়েছেন। অনেকে স্নায়ুর চাপ কিংবা সীমিত সুযোগ কাজে লাগাতে পারেননি। লোকেশ রাহুল প্রথম ওডিআই-তে যে ভাবে সুযোগ কাজে লাগিয়েছেন, তাতে তাঁর উপর ভরসা বাড়ছে টিম ম্য়ানেজমেন্টের। ব্যাটিংয়ে একটা ম্য়াচ জেতানো ইনিংসই নয়, প্রথম ওডিআইতে নজর কেড়েছে তাঁর কিপিং। লেগ সাইডে দুটো অনবদ্য টেক, হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে স্টিভ স্মিথের ক্য়াচ। যেটা কার্যত প্রথম স্লিপের ক্য়াচ ছিল। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্য়াচ নেন। কুলদীপ-যাদব রবীন্দ্র জাডেজার মতো দুই দক্ষ স্পিনারের বিরুদ্ধে কিপিং সহজ নয়। সেটা কিন্তু অনায়াসেই করেছেন।

টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের ভেনু ওভালে ব়্যাঙ্ক টার্নার কোনও মতেই হবে না। সুইং থাকবে নিঃসন্দেহে। পেসারদের বোলিং কিপ করার জন্য় তাঁর কাছে অনেকটাই সময় থাকবে। ফলে ওভালে কিপিং করতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। বরং রাহুল একাদশে থাকলে বাড়তি একজন ব্য়াটার কিংবা বোলার খেলানোর সুযোগ পাওয়া যাবে। উপমহাদেশের বাইরে ভারতীয় দল সাধারণত এক স্পিনার খেলিয়ে থাকে। একজনকে খেলানো হলে একাদশে জায়গা পাবেন রবীন্দ্র জাডেজা। দুই স্পিনার হলে, অশ্বিনও থাকবে। খুব বেশি টার্ন না হলে তাদের বোলিংয়ে কিপিং করতে রাহুলের খুব বেশি সমস্য়া হওয়ার কথা নয়। ওপেনিংয়ে শুভমন, রোহিত থাকলে রাহুলকে মিডল অর্ডারে খেলানো যেতে পারে। সেক্ষেত্রে প্রতিপক্ষ দ্বিতীয় নতুন বল নিলে, মিডল অর্ডারেও ‘ওপেনিং’ এর অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন রাহুল। তার আগে আরও কিছু পরীক্ষা হয়তো বাকি থাকছে রাহুলের। ওডিআই সিরিজের বাকি দুটি ম্যাচ এবং আইপিএল। কিপিং-ব্য়াটিং দুটোতেই যদি ধারাবাহিকতা দেখাতে পারেন…।