IND vs AUS, 2nd ODI Live Streaming: জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওডিআই ম্যাচ

India vs Australia ODI Series: শুরু হয়ে গিয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ। আগামী কাল রয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

IND vs AUS, 2nd ODI Live Streaming: জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওডিআই ম্যাচ
জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওডিআই ম্যাচImage Credit source: Graphics - TV9Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2023 | 2:00 PM

বিশাখাপত্তনম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতেছিল ২-১ ব্যবধানে। তারপর এই দুই দল খেলছে তিন ম্যাচের ওডিআই (ODI) সিরিজে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে পারিবারিক কারণে অনুপস্থিত ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার হয়ে ওডিআই ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি ডেবিউ হয় হার্দিক পান্ডিয়ার। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই জিতেছেন হার্দিক। ৫ উইকেটে প্রথম ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। আগামী কাল ১৯ মার্চ রয়েছে দ্বিতীয় ওডিআই ম্য়াচ। এই ম্যাচে ফিরবেন রোহিত। সিরিজে আপাতত ভারত ১-০ এগিয়ে রয়েছে। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাতে চাইবে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচটি কবে, কখন ও কীভাবে দেখবেন দেখে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওডিআই ম্যাচ?

ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মার্চ অর্থাৎ রবিবার।

কোথায় হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওডিআই ম্যাচ?

ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচটি খেলা হবে বিশাখাপত্তনমের ওয়াই এস রাজা রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ। তার আগে ১টার সময় টস হবে।

কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচের লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওডিআই সিরিজের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।

কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচের লাইভ টেলিকাস্ট?

ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া ডিডি স্পোর্টস চ্যানেলেও দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকট।

ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য অস্ট্রেলিয়ান স্কোয়াড – স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জস ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জো রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।