IND vs AUS: বেল-বদল, বদল-বেল; ব্রিসবেনে সিরাজ-লাবুশেন মাইন্ডগেমে জিতলেন নীতীশ!
India vs Australia 3rd Test: উসমান খোয়াজা ও নাথান ম্যাকসোয়েনি বড় স্কোর না করলেও দীর্ঘ সময় ক্রিজে কাটিয়েছেন। তিনে নামা মার্নাস লাবুশেনও ভারতীয় শিবিরে বিরক্তি বাড়াচ্ছিলেন। রান আসছিল না, তবে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন। জুটি ভাঙতে বেল-বদল, বদল-বেল খেলা!
অস্ট্রেলিয়ার টপ অর্ডার রানের মধ্যে নেই। ব্রিসবেনে যদিও পরিস্থিতি কিছুটা আলাদা। তবে টপ থ্রি-কে বড় বিপদ হয়ে দাঁড়াতে দেয়নি ভারতীয় শিবির। দ্বিতীয় দিনের শুরুতে জসপ্রীত বুমরার অনবদ্য বোলিং। দুই ওপেনার বুমরার দখলেই। উসমান খোয়াজা ও নাথান ম্যাকসোয়েনি বড় স্কোর না করলেও দীর্ঘ সময় ক্রিজে কাটিয়েছেন। তিনে নামা মার্নাস লাবুশেনও ভারতীয় শিবিরে বিরক্তি বাড়াচ্ছিলেন। রান আসছিল না, তবে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন। জুটি ভাঙতে বেল-বদল, বদল-বেল খেলা!
অ্যাডিলেড টেস্টে ট্রাভিস হেডের সঙ্গে সিরাজের লড়াই ছিল অনবদ্য। ব্যাট-বলের খেলায় সেই লড়াই জিতে নিয়েছিলেন ট্রাভিস হেড। তাঁকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন সিরাজ। তার আগ্রাসী আচরণের জন্য শাস্তিও পেতে হয়েছে। সেই বিতর্ক এখনও তাজা। এরই মধ্যে ব্রিসবেনে মার্নাস লাবুশেনের সঙ্গে মাইন্ডগেম মহম্মদ সিরাজের।
এই খবরটিও পড়ুন
বেল-বদল। বেশ কিছু ম্যাচেই এই ঘটনা দেখা যায়। ব্যাটারের মনসংযোগে ব্যাঘাত ঘটাতে ফিল্ডিং টিম এমনটা করে থাকে। অতীতে মার্নাস লাবুশেনের সঙ্গে এমন করেছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডও। মজার বিষয়, বেল-বদলের পর আউটও হয়েছিলেন লাবুশেন! ব্রিসবেনেও তাঁর সঙ্গে এমনই ঘটালেন সিরাজ। দু-জনের মধ্যে কিছু কথাও হয়।
অজি ইনিংসের ৩৩তম ওভারের ঘটনা। বোলিং করেই লাবুশেনের প্রান্তে যান মহম্মদ সিরাজ। বেল অদল-বদল করেন। লাবুশেন তাতে বিরক্ত। তিনি ফের আগের মতো বেল সাজান। সিরাজ যে মাইন্ড গেমে জিতেছেন, বলাই যায়। পরের ওভারেই নীতীশ কুমার রেড্ডির বোলিংয়ে বিরাট কোহলির ক্যাচে ফেরেন লাবুশেন।
How good is this exchange between Siraj and Labuschange? #AUSvIND pic.twitter.com/GSv1XSrMHn
— cricket.com.au (@cricketcomau) December 15, 2024