IND vs AUS: সিডনিতে ‘সাতের’ সকাল, জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়া অপেরা!

India vs Australia New Year Test Day 3: ভারতের ব্যাটিং পরিকল্পনা হতাশ করেছে। ১৪১-৬ স্কোরে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। তৃতীয় দিন ৪ উইকেটে মাত্র ১৬ রান যোগ করে। রবীন্দ্র জাডেজা ১৩ রানে ফিরতেই ভারতের ইনিংস দ্রুত শেষ হয়ে যায়।

IND vs AUS: সিডনিতে 'সাতের' সকাল, জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়া অপেরা!
Image Credit source: Cricket Australia
Follow Us:
| Updated on: Jan 05, 2025 | 7:25 AM

বোর্ডে মাত্র ১৬১ রানের পুঁজি। এরপর দিশাহীন বোলিং। ভারতের শুরুটা হয়েছিল অস্বস্তিকর। সেটা ব্যাটিংয়ের দিক থেকে হোক বা বোলিং। তবে সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া অপেরা জমে উঠেছে বলাই যায়। এই পিচে চতুর্থ ইনিংসে ছোট্ট টার্গেট পেরোতেও ঘাম ছুটবে এমনটাই প্রত্যাশিত। কিন্তু ভারতের ব্যাটিং পরিকল্পনা হতাশ করেছে। ১৪১-৬ স্কোরে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। তৃতীয় দিন ৪ উইকেটে মাত্র ১৬ রান যোগ করে। রবীন্দ্র জাডেজা ১৩ রানে ফিরতেই ভারতের ইনিংস দ্রুত শেষ হয়ে যায়।

অল্প রানের পুঁজি থাকলে টাইট বোলিং প্রয়োজন। জসপ্রীত বুমরা ব্যাটিংয়ে নামলেও তাঁকে বোলিংয়ে পাওয়া যাবে না। সেখানেই আরও ব্যাকফুটে চলে যায় ভারত। তবে সবচেয়ে বড় অস্বস্তি ভারতীয় বোলিংয়ের শুরুটা। লেগ স্টাম্পের বাইরে একাধিক ডেলিভারি। নো বল, বাই, লেগ বাই। ফিল্ডিংয়ে অস্বস্তি। সব মিলিয়ে ১৫ রান অতিরিক্ত। স্যাম কন্টাস বিধ্বংসী শুরু করেন। অস্ট্রেলিয়া ৩.৪ ওভারে ৩৯ রান তুলে নিয়েছিল। এরপরই টুইস্ট।

বক্সিং ডে টেস্টে অভিষেক করা স্যাম কন্টাস বড় শট খেলে নজর কেড়েছিলেন। এ দিনও বিধ্বংসী ব্যাটিংয়ের চেষ্টা করেন। দলীয় ৩৯ রানে আরও একটা শটের চেষ্টা। বল উপরে। মিড অফে সহজ ক্যাচ ওয়াশিংটন সুন্দরের। মার্নাস লাবুশেন ও উসমান খোয়াজা বুদ্ধিদীপ্ত ব্যাটিং করছিলেন। কিন্তু প্রসিধ কৃষ্ণ লাইন-লেন্থ খুঁজে পেতেই বিপাকে পড়েন লাবুশেন। এমন লাইনে বল, অতিরিক্ত বাউন্সে গালিতে যেন ক্যাচ প্র্যাক্টিস করিয়ে আউট হন।

এই খবরটিও পড়ুন

প্রসিধ কৃষ্ণ এরপর স্টিভ স্মিথকে ফেরাতেই ভারতীয় শিবির আরও জেগে ওঠে। বুমরা না থাকলেও ভারতকে হেলাফেলা করা যে উচিত হবে না, সেটাই যেন বুঝিয়ে দিলেন প্রসিধ। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন বিরাট কোহলিকেও কৃতিত্ব দিতে হবে। এ দিন সকালে সব মিলিয়ে ৭ উইকেট, ৭৭ রান! অস্ট্রেলিয়ার চাই আরও ৯১ রান। হাতে রয়েছে ৭ উইকেট। লাঞ্চ ব্রেকের পর আরও অনেক নাটক অপেক্ষা করছে। ভারতীয় শিবিরে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন ট্রাভিস হেড।