IND vs AUS, Steve Smith: এ বারও প্রসিধ! ৯৯৯৯-এ আটকে রইলেন স্টিভ স্মিথ

Jan 05, 2025 | 7:05 AM

India vs Australia New Year Test Day 3: এতটাই দ্রুত বল এসেছে, ছাড়ার সুযোগও পাননি। ব্যাট তুলে সফ্ট হ্যান্ডে কোনওরকমে ডিফেন্স করতে চেয়েছিলেন। কিন্তু বল যায় স্লিপ কর্ডনে। দুর্দান্ত ক্যাচ নেন যশস্বী। আপাতত শ্রীলঙ্কা সিরিজের জন্যই অপেক্ষা করতে হবে স্টিভ স্মিথকে।

IND vs AUS, Steve Smith: এ বারও প্রসিধ! ৯৯৯৯-এ আটকে রইলেন স্টিভ স্মিথ
Image Credit source: PTI

Follow Us

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও। এ বারও প্রসিধ কৃষ্ণ। টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া হল না অস্ট্রেলিয়ার মডার্ন মাস্টার স্টিভ স্মিথের। প্রথম ইনিংসে মাত্র ৫ রানের জন্য মিস করেছিলেন। অপেক্ষা ছিল দ্বিতীয় ইনিংসের। বোর্ডে মাত্র ১৬২ রানের লক্ষ্য। শুরুতে বিধ্বংসী ব্যাটিং করে অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরা না থাকায় ভারতীয় দল প্রবল চাপে ছিল। তারপরও স্টিভ স্মিথকে অপেক্ষাতেই থাকতে হল। টেস্ট কেরিয়ারে ৯৯৯৯ রানে থমকে রইলেন স্টিভ স্মিথ।

সিডনির পিচে রান তোলা কঠিন। তবে ক্রিজে কিছুটা সময় কাটাতে পারলে ৫টা রান করা যেত না, এমন পরিস্থিতিও নয়। স্মিথের শাফল করা নজর রাখেন প্রতিটা বোলারই। ভারতের তরুণ পেসার প্রসিধ কৃষ্ণও নজর রেখেছিলেন। তবে বাড়তি কৃতিত্ব প্রাপ্য যশস্বী জয়সওয়ালেরও। সুইং আটকাতে ক্রিজ ছেড়ে এগিয়ে যাচ্ছিলেন স্টিভ স্মিথ। এই ইনিংসেও সেটাই করলেন। আর তাতেই বিপদ।

পিচে বাড়তি বাউন্স রয়েছে। যা সাধারণত সিডনিতে দেখা যায় না। স্মিথকে এগিয়ে যেতে দেখেই নিজের পজিশনও বদলান স্লিপ কর্ডনে থাকা যশস্বী জয়সওয়াল। অনেকটা এগিয়ে গিয়েছিলেন স্মিথ। প্রসিধ কৃষ্ণর অফস্টাম্প লাইনের রাইজিং ডেলিভারি। পুল, কাট কোনওরকম শট খেলার মতো পরিস্থিতিতে ছিলেন না স্মিথ। এতটাই দ্রুত বল এসেছে, ছাড়ার সুযোগও পাননি। ব্যাট তুলে সফ্ট হ্যান্ডে কোনওরকমে ডিফেন্স করতে চেয়েছিলেন। কিন্তু বল যায় স্লিপ কর্ডনে। দুর্দান্ত ক্যাচ নেন যশস্বী। আপাতত শ্রীলঙ্কা সিরিজের জন্যই অপেক্ষা করতে হবে স্টিভ স্মিথকে।

Next Article