AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Australia T20 2023: অভিষেক সিরিজ জয়, ক্যাপ্টেন সূর্যর আক্ষেপ টস নিয়ে!

IND vs AUS T20I 2023, Suryakumar Yadav: বিশ্বকাপ ফাইনালের পর হতাশায় ভুগছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররাও। সমর্থকদের প্রত্যাশার বেলুন চুপসে গিয়েছে। ফাইনালে ছিলেন সূর্যকুমার যাদবও। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। প্রথম দু-ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল। তৃতীয় ম্য়াচে হারের পর সাময়িক অস্বস্তি ছিল। এগিয়ে থেকেও দুর্ঘটনা হবে না তো! চতুর্থ টি-টোয়েন্টিতে অনবদ্য বোলিংয়ে ২০ রানে জয়।

India vs Australia T20 2023: অভিষেক সিরিজ জয়, ক্যাপ্টেন সূর্যর আক্ষেপ টস নিয়ে!
Image Credit: AFP
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 12:10 AM
Share

রায়পুর: আরও একটা সিরিজ। এবং জয়। দ্বিপাক্ষিক সিরিজে ভারতের দাপট জারি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপ ফাইনালের পর হতাশায় ভুগছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররাও। সমর্থকদের প্রত্যাশার বেলুন চুপসে গিয়েছে। ফাইনালে ছিলেন সূর্যকুমার যাদবও। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। প্রথম দু-ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল। তৃতীয় ম্যাচে হারের পর সাময়িক অস্বস্তি ছিল। এগিয়ে থেকেও দুর্ঘটনা হবে না তো! চতুর্থ টি-টোয়েন্টিতে অনবদ্য বোলিংয়ে ২০ রানে জয়। ক্যাপ্টেন হিসেবে অভিষেক সিরিজেই জয়ের স্বাদ। তাঁর আক্ষেপ টস নিয়ে! ম্যাচ জিতে যা বললেন, তাতে অবশ্য মজাই বলা যায়। তবে সতীর্থদের জন্য গর্ব ঝরে পড়ল সূর্যর কথায়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি জয়। তিন ম্য়াচেই ২০০ প্লাস স্কোর। ভারতের চিন্তা ছিল বোলিং। চতুর্থ ম্যাচে সব ভালো হল। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘টস ছাড়া আমাদের সবই ঠিক হয়েছে।’ নিজের কথায় অবশ্য নিজেই হেসে উঠলেন। গত ম্যাচেও টস হেরেছিলেন সূর্য। প্রথমে ব্যাট করতে হয়েছিল। চতুর্থ ম্যাচেও টস হার। তখনই হেসে উঠেছিলেন। আসলে গত ম্যাচের কথাই যেন মনে পড়ছিল তাঁর। তবে সব ম্যাচ কি আর টস ফ্যাক্টর কাজ করে? যেমন চতুর্থ ম্যাচেই করল না। শিশিরের কোনও প্রভাব দেখা যায়নি। বোলিং অনবদ্য হয়েছে। দলও জিতেছে।

অধিনায়ক সূর্যকুমার যাদব বলছেন, ‘জয় সবসময়ই আলাদা মাত্রা রাখে। ছেলেরা যে ভাবে পারফর্ম করেছে, ওরা দেখিয়ে দিয়েছে কী ভাবে ঘুরে দাঁড়াতে হয়। পরিস্থিতি যেমনই হোক, ভয়ডরহীন থাকার বার্তা দিয়েছিলাম। তারপর যা হবে দেখা যাবে। পরিষ্কার পরিকল্পনা ছিল, উইকেট সোজা ইয়র্কার দিতে হবে। সেটা যদি কাজ না করে, তারপর দেখা যাবে।’ বিকল্প পরিকল্পনা অবশ্য ভাবতে হয়নি। শেষ চার ওভারে অনবদ্য বোলিং পেসারদের। ম্যাচ জিতেই মাঠ ছাড়েন সূর্যরা।