IND VS AUS 2nd Test ভিডিয়ো: প্রথম দিন, প্রথম ডেলিভারি; গোলাপি টেস্টে প্রথম উইকেটও!
India vs Australia Pink Ball Test: এর মধ্যে বড় অবদান রয়েছে যশস্বী জয়সওয়ালেরও। পারথের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়েছিল ভারত। যশস্বী ডাক। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের ১৬১ রানের বিধ্বংসী ইনিংস। অ্যাডিলেডে শুরুটা ভালো হল না।
প্রথম ইনিংস, প্রথম ডেলিভারি, মিচেল স্টার্ক, সুইং এবং উইকেট! এই দৃশ্য অতি পরিচিত। এর আগে গোলাপি বলে এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস। পার্থক্য একটাই, লেগ স্টাম্পে বল পড়ে সুইংয়ে উইকেট ছিটকে দেয়নি। বার্নসের কাছে সেটি ছিল লজ্জার মুহূর্ত। বল সুইং করে লেগ সাইড দিয়ে উইকেট ছিটকে দেওয়া! অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে অনেকটা এমন পরিস্থিতিতে। অস্ট্রেলিয়ায় গোলাপি টেস্টে যাত্রা শুভ হল না যশস্বী জয়সওয়ালের।
এই ম্যাচ নিয়ে উন্মাদনা বহু আগেই তৈরি হয়েছে। বিশেষ করে গত সফরে এই অ্যাডিলেডেই সিরিজ শুরু করেছিল ভারত। আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল। এ বার পারথে সিরিজ শুরু হয়েছে। ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ১-০ এগিয়ে। এর মধ্যে বড় অবদান রয়েছে যশস্বী জয়সওয়ালেরও। পারথের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়েছিল ভারত। যশস্বী ডাক। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের ১৬১ রানের বিধ্বংসী ইনিংস। অ্যাডিলেডে শুরুটা ভালো হল না।
ম্যাচ, ইনিংসের প্রথম ডেলিভারি। লেগ স্টাম্পে পড়ে হালকা ভেতরে। বলের লাইন মিস করেন যশস্বী। লেগ বিফোরের আবেদন উঠতেই সঙ্গে সঙ্গে আঙুল তোলেন অন ফিল্ড আম্পায়ার। নন স্ট্রাইকারে লোকেশ রাহুলের সঙ্গে আলোচনা করেন যশস্বী। যদিও রাহুলের থেকে ইতিবাচক ফিড-ব্যাক পাননি। একটা সন্দেহ ছিল, বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেনি তো! পরে রিপ্লে-তে অবশ্য দেখা যায়, রিভিউ নিলে তা খোয়াতে হত ভারতকে। এই নিয়ে তৃতীয় বার টেস্টের প্রথম বলে উইকেট নিলেন মিচেল স্টার্ক। এই রেকর্ড আর কারও নেই।
FIRST BALL OF THE TEST!
Mitchell Starc sends Adelaide into delirium.#AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/pIPwqlX3dJ
— cricket.com.au (@cricketcomau) December 6, 2024